একদিন বিরজানন্দজী সেবককে বড়ই গালাগালি দিলেন—কারণে, বিনা কারণে। সেবক একটিও প্রতিবাদ না করিয়া দীর্ঘক্ষণ ধরিয়া নীরবে ঐ গালাগাল শুনিল। পরে তখনকার মতো কার্যান্তরে যাইবার সময় কেবল বলিল : “মহারাজ, আমি ঠিক ঠিক মতো সেবা করিবার চেষ্টা করিব।”
শ্রীশ্রীমা সম্পর্কে যতটুকু আমরা জানি তা খুবই সামান্য। তিনি হলেন মহাশক্তি। তিনি এখনো আমাদের সঙ্গে আছেন। স্বামীজী বলতেন, সমস্ত শক্তির সম্মিলিত রূপই হচ্ছেন ঈশ্বর। তিনি এবং শক্তি অভেদ। সমগ্র ব্রহ্মাণ্ড হলো এই শক্তির প্রকাশ। আমাদের যেসব মুনি-ঋষি এটি উপলব্ধি করেছেন, তাঁরা এই কথাই বলেছেন। বাইরে থেকে দেখে তাঁকে খুব সাধারণ বলে মনে হয়। কিন্তু তাঁর ভিতরে রয়েছে এক প্রবল তেজোরাশি, একাধারে জ্ঞান এবং ভক্তির সমাহার। আমাদের পক্ষে এর সঠিক বর্ণনা দেওয়া সম্ভব নয়। শ্রীশ্রীমার অসীম ভালবাসার স্পর্শলাভ করে যেটুকু জেনেছি কেবল তাই বলছি। শুধু দিব্যাত্মারাই তাঁকে কিছুটা বুঝতে পারেন।