মায়ের বাড়ি Image

History_section

মায়ের বাড়ীর ইতিহাস

১। ১৮৯০-এর দশকে, যখন স্বামী বিবেকানন্দ বিদেশে বেদান্তের প্রচার ও ভারতবর্ষের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছেন, তখন প্রথম একটি পত্রিকা প্রকাশের কথা তাঁর মাথায় আসে। এই পত্রিকার মাধ্যমে রামকৃষ্ণ সঙ্ঘের বার্তাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে তাঁর মনে হয়।

২। ১৮৯৪-১৮৯৫ নাগাদ স্বামীজি তাঁর গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে একটি পত্রিকা আরম্ভ করার কথা বলেন – এও বলেন যে সেটি দ্বিভাষিক হলেই ভালো – যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বেদান্তের বাণী, শ্রীরামকৃষ্ণের বার্তা, এবং নতুন ভারত গড়ার জন্য উৎসাহ পৌঁছে দেওয়া যাবে। ভারত সে সময় ব্রিটিশ উপনিবেশ, নিজের মেরুদণ্ডের জোর বলতে তার বিশেষ কিছু নেই। এই নতুন পত্রিকাকে সেই গুরুদায়িত্ব নেবার জন্য এগিয়ে আসতে হবে।

চিত্রশালা

কর্মব্যস্ত কার্যালয়ের খণ্ডচিত্র
Donations

Your Contribution Matters

Ramakrishna Math, Bagbazar organizes various charitable activities throughout the year. Among them are distribution of clothes to the needy people, distribution of winter clothes, distribution of educational materials etc. The devotees are requested to extend their helping hand in all these activities of the monastery through financial donations as much as possible.