মায়ের বাড়ীর ইতিহাস
১। ১৮৯০-এর দশকে, যখন স্বামী বিবেকানন্দ বিদেশে বেদান্তের প্রচার ও ভারতবর্ষের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছেন, তখন প্রথম একটি পত্রিকা প্রকাশের কথা তাঁর মাথায় আসে। এই পত্রিকার মাধ্যমে রামকৃষ্ণ সঙ্ঘের বার্তাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব বলে তাঁর মনে হয়।
২। ১৮৯৪-১৮৯৫ নাগাদ স্বামীজি তাঁর গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে একটি পত্রিকা আরম্ভ করার কথা বলেন – এও বলেন যে সেটি দ্বিভাষিক হলেই ভালো – যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বেদান্তের বাণী, শ্রীরামকৃষ্ণের বার্তা, এবং নতুন ভারত গড়ার জন্য উৎসাহ পৌঁছে দেওয়া যাবে। ভারত সে সময় ব্রিটিশ উপনিবেশ, নিজের মেরুদণ্ডের জোর বলতে তার বিশেষ কিছু নেই। এই নতুন পত্রিকাকে সেই গুরুদায়িত্ব নেবার জন্য এগিয়ে আসতে হবে।
Donations
আপনার অবদান গুরুত্বপূর্ণ
রামকৃষ্ণ মঠ, বাগবাজার সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আয়োজন করে। এর মধ্যে রয়েছে দুঃস্থদের বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি। ভক্তদের সাধ্যমতো আর্থিক অনুদানের মাধ্যমে মঠের এই সকল কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।