Hari Namer Singhati || হরি নামের সিংহটি

30.00

অবতার ও আচার্য্যেরা সাধারণ মানুষকে ধর্ম ও দর্শনের গভীর তত্ত্বগুলি সহজভাবে বুঝবার জন্য নানা কাহিনী উপস্থাপন করে থাকেন। এমনই এক মনোমুগ্ধকর কাহিনী এই পুস্তিকায় আকর্ষণীয় চিত্রে অলঙ্কৃত হয়ে পরিবেশিত হয়েছে। এই গল্পের কাহিনীটি গুরুপরম্পরাক্রমে শ্রীমৎ তোতাপুরীজী, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ প্রমুখ আধ্যাত্মিক আচার্য্যদের মুখে কথিত হয়ে আসছে। কাহিনীটির মূল সুর হল মানুষের অন্তর্নিহিত দেবত্ব।