উদ্বোধন পত্রিকা
উদ্বোধন পত্রিকার গ্রাহকদের প্রতি
সাধারণ ডাকযোগে পত্রিকা পেতে অনেকেরই যে সমস্যা হয় সে বিষয়ে আমরা অবগত। এটি অবশ্যই আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এই সমস্যার সমাধানে আমরা আপনাদের কাছে রেজিস্টার্ড ডাকে পত্রিকা নেওয়ার আর্জি জানাই ।
গ্রাহকমূল্য (১ বছর) : রেজিস্ট্রি ডাকে ৭০০ টাকা, সাধারণ ডাকে ২৩০ টাকা, হাতে ১৮০ টাকা, ই-ম্যাগাজিন ১২০ টাকা। বিদেশের (বাংলাদেশ-সহ) গ্রাহকমূল্য : বিমানডাক : ৩৫০০ টাকা (১ বছর)।
* পত্রিকার মূল্য : প্রতি সংখ্যা ৩০ টাকা, শারদীয়া সংখ্যা ২০০ টাকা।
* সাধারণ ডাকে যাঁরা পত্রিকা নেন, তাঁরা চাইলে শারদীয়া সংখ্যা রেজিস্ট্রি ডাকে নিতে পারেন। তার জন্য বছর প্রতি ৮০ টাকা অতিরিক্ত লাগবে।
* রেজিস্ট্রি ডাকের ক্ষেত্রে আমরা পত্রিকাগুলি প্রিন্টেড বুক—এই ক্যাটাগরিতে পাঠাতাম। সম্প্রতি ডাকবিভাগ এই ক্যাটাগরিটি তুলে দেওয়াতে রেজিস্টার্ড বুক পোস্টে পাঠাতে হচ্ছে। ফলে ডাকখরচ এবং আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় রেজিস্ট্রি ডাকখরচ বৃদ্ধি করতে হলো। আশা করি সহৃদয় গ্রাহকগণ এবিষয়ে আমাদের সহযোগিতা করবেন। এই নতুন ডাকমাশুল ২০২৫-এর জানুয়ারি থেকে যাঁরা গ্রাহক হবেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য।
* সম্প্রতি প্রেস রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া এবং ভারতীয় ডাকবিভাগ কিছু নতুন নিয়ম (CG-DL-E-17122024-259461) কার্যকর করেছে। ইতিমধ্যেই ডাকবিভাগের নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ডাকখরচ বৃদ্ধি হয়েছে এবং আমরা তা কার্যকর করেছি। সাধারণ পোস্টের ক্ষেত্রেও খরচ বাড়তে পারে বলে আমাদের অনুমান হলেও সেবিষয়ে সিদ্ধান্তগ্রহণের মতো পরিস্থিতি এখনো আসেনি। এবিষয়টি মাথায় রেখে আমরা এখন শুধুমাত্র একবছরের জন্যই গ্রাহকভুক্তি করছি। সাধারণ ডাকখরচের যদি কোনো বৃদ্ধি হয়, তাহলে তৎক্ষণাৎ আমাদের তা কার্যকর করতে হবে। সহৃদয় গ্রাহকগণ আশা করি পূর্ববৎ আমাদের পাশে থাকবেন। নতুন যেকোনো পরিবর্তন আমরা এই পত্রিকা ও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাব। এর আগে ২০২৫-এর গ্রাহকভুক্তি নিয়ে যা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে না।
* কেউ নতুন গ্রাহক হলে বা পুরানো গ্রাহক যে-মাসে তাঁর গ্রাহকভুক্তিপদ নবীকরণ করাবেন সেই মাস-সহ পরবর্তী এক বছর তিনি পত্রিকা (মোট ১২টি সংখ্যা) পাবেন।
উদ্বোধন পত্রিকায় লেখা জমা দেওয়ার আগে
উদ্বোধন পত্রিকায় প্রকাশের জন্য আমরা মৌলিক নিবন্ধ ও কবিতা গ্রহণ করি। পত্রিকায় প্রকাশের উপযোগি রচনার বিষয়গুলির মধ্যে ভাষা-সাহিত্য-সংস্কৃতি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সঙ্গীত, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত। নিবন্ধ রচনার ক্ষেত্রে শব্দ সংখ্যা ২৫০০ এবং কবিতা ১৫ লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়।
নিবন্ধে উদ্ধৃতির উল্লেখ থাকলে লেখককে অবশ্যই পূর্ণাঙ্গ উৎস জানাতে হবে। [যথা- গ্রন্থকার, গ্রন্থের নাম, প্রকাশক, প্রকাশকাল, প্রকাশ স্থান, পৃষ্ঠা]
লেখা জমা দেওয়ার ক্ষেত্রে হাতে লিখে পাঠালে সাদা কাগজের এক পাশে স্পষ্ট হাতের লেখায় লিখে পাঠাবেন। টাইপ আকারে দিলে অবশ্যই ইউনিকোডে টাইপ করে ওয়ার্ড ফাইল পাঠাবেন। লেখার শেষে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও সংক্ষিপ্ত পরিচিতি জানাবেন।
অপ্রকাশিত পান্ডুলিপি আমরা ফেরত দিই না এক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত সংগ্রহে নিজের লেখার কপি রাখবেন। লেখা নির্বাচন, সম্পাদনা ও প্রকাশের বিষয়ে সম্পাদনা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত।
লেখার মনোনয়ন, লেখার প্রকাশ ইত্যাদি জানার জন্য পত্রিকা অফিসে ফোন করবেন না। লেখা মনোনীত হলে ছ’মাসের মধ্যে সম্পাদকীয় বিভাগ থেকে লেখকের সঙ্গে যোগাযোগ করা হবে।
পূর্ব প্রকাশিত রচনা কিংবা প্রকশের জন্য অন্যত্র প্রেরিত রচনা‘উদ্বোধন’-এ পাঠানো যাবে না। রচনা মনোনয়নের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগে। রচনা মনোনীত হলে ‘উদ্বোধন’ পত্রিকার পক্ষ থেকে লেখক-লেখিকার সঙ্গে যোগাযোগ করা হবে।