Udbodhan Patrika
Over 127years the only Bengali magazine which represent Ramakrishna-Vivekananda movement and Vedanta literature
Information for Subscribers
Our dear subscribers often face difficulties receiving the magazine by post, due to various logistic problems. Nothing could be more unfortunate news to us, since all we do is for you. We have only one option available that solves this problem. Those subscribers facing postal issues may choose to receive the magazine by registered post.
বিজ্ঞপ্তি
* রেজিস্ট্রি ডাকের ক্ষেত্রে আমরা পত্রিকাগুলি প্রিন্টেড বুক—এই ক্যাটাগরিতে পাঠাতাম। সম্প্রতি ডাকবিভাগ এই ক্যাটাগরিটি তুলে দেওয়াতে রেজিস্টার্ড বুক পোস্টে পাঠাতে হচ্ছে। ফলে ডাকখরচ এবং আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় রেজিস্ট্রি ডাকখরচ বৃদ্ধি করতে হলো। আশা করি সহৃদয় গ্রাহকগণ এবিষয়ে আমাদের সহযোগিতা করবেন। এই নতুন ডাকমাশুল ২০২৫-এর জানুয়ারি থেকে যাঁরা গ্রাহক হবেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য।
* সম্প্রতি প্রেস রেজিস্টার জেনারেল অব ইন্ডিয়া এবং ভারতীয় ডাকবিভাগ কিছু নতুন নিয়ম (CG-DL-E-17122024-259461) কার্যকর করেছে। ইতিমধ্যেই ডাকবিভাগের নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ডাকখরচ বৃদ্ধি হয়েছে এবং আমরা তা কার্যকর করেছি। সাধারণ পোস্টের ক্ষেত্রেও খরচ বাড়তে পারে বলে আমাদের অনুমান হলেও সেবিষয়ে সিদ্ধান্তগ্রহণের মতো পরিস্থিতি এখনো আসেনি। এবিষয়টি মাথায় রেখে আমরা এখন শুধুমাত্র একবছরের জন্যই গ্রাহকভুক্তি করছি। সাধারণ ডাকখরচের যদি কোনো বৃদ্ধি হয়, তাহলে তৎক্ষণাৎ আমাদের তা কার্যকর করতে হবে। সহৃদয় গ্রাহকগণ আশা করি পূর্ববৎ আমাদের পাশে থাকবেন। নতুন যেকোনো পরিবর্তন আমরা এই পত্রিকা ও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাব। এর আগে ২০২৫-এর গ্রাহকভুক্তি নিয়ে যা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে না।
Information for Authors
Start your subscription
Download Sample
If you are interested in downloading and reading some of the past issues of the Udbodhan magazine, click below