মলয় বাতাস নয়, এলোমেলো হাওয়ায়ছিন্নভিন্ন শিরীষ ফুলের চলাচল…এইই কি জীবন?

মলয় বাতাস নয়, এলোমেলো হাওয়ায়ছিন্নভিন্ন শিরীষ ফুলের চলাচল…এইই কি জীবন? আকাশ নয়, আমার চেনাধূসর টেবিলে যে আলো এসে পড়েছে,তার রং জাফরান।এইই কি মুক্তি? পুবের উজ্জ্বলতা নয়, পশ্চিমের মেদুরতা নয়।আমাকে বরাবরই যে ভীষণরকম টানে,তার নাম নৈঋত।এইই কি সুখী গৃহকোণ? রংবাহারি গোলাপ নয়, সুবাসস্নাত জুঁই নয়।না, পায়ে দলে যাওয়া ঘাসফুলও আজআমায় তেমন করে বিচলিত করে না।তবু, একটা কড়া গন্ধ অ্যালকোহলিক চাহনিতেতীব্রভাবে আমাকে জাপটে ধরে।তার নাম, ছাতিম।এইই কি প্রেম? অমৃতের কাঙ্ক্ষা নয়, বিষপানের পাগলামি নয়।আজকাল যাকিছু গহীন অভিলাষেআমার দু-চোখে বোলায়আরশোলার পাখি হবার স্বপ্ন,তার নাম মৃত্যু।এইই কি ভালবাসা? কবিতার সারণি নয়,কিছু ছেঁড়া পঙ্‌ক্তি আর শব্দহয়ে উঠতে না পারার ক্লান্তিতে ন্যুব্জ বর্ণমালা।এইই কি যাপন? উত্তর প্রত্যুত্তরের মিছিল নয়,সত্য-অসত্য, ন্যায়-অন্যায়, স্বপ্ন-আদর্শ…এমন হাজারো দ্বন্দ্ব ব্যারিকেড গড়ে আমার চৌকাঠে।এইই কি একমাত্র জিজ্ঞাসা? এসব হিজিবিজি অ‌ক্ষরে পাতারাই নষ্ট হয়।কালি ফুরোলেও ফুরোয় না ফুরসত।যাকিছু চুরি হচ্ছে রোজ নিঃসাড়ে…অর্থ নয়, সম্পদ নয়।তা কেবলই সময়।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in