বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশ ভারতবর্ষে শীতকাল স্বাভাবিক হচ্ছে না। শীত বেশিদিন স্থায়ী হচ্ছে না। কিছুদিন আমেজ থাকতে থাকতে শীত চলে যাচ্ছে, আবার কয়েক দিন পর জাঁকিয়ে আসছে।

বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশ ভারতবর্ষে শীতকাল স্বাভাবিক হচ্ছে না। শীত বেশিদিন স্থায়ী হচ্ছে না। কিছুদিন আমেজ থাকতে থাকতে শীত চলে যাচ্ছে, আবার কয়েক দিন পর জাঁকিয়ে আসছে। তাছাড়া বেশ কয়েক বছর ধরে জানুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথেই শীত বিদায় নিচ্ছে এবং শীতকাল স্বাভাবিকের তুলনায় অনেকটাই শুষ্ক এবং উষ্ণ। এর প্রভাব সরাসরি পড়েছে কৃষিকাজের ওপর। শেষ কয়েক বছরে রবিশস্যের ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। India Meteorological Department (IMD) অর্থাৎ ভারতীয় মৌসম বিভাগের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাস এবং এবছরের ফেব্রুয়ারি মাস শতাব্দীর মধ্যে উষ্ণতম। এবছর উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের তুলনায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাতের প্রধান কারণ হলো ‘Western disturbance’ বা পশ্চিমি ঝঞ্ঝা। বিগত কয়েক বছরে এই পশ্চিমি ঝঞ্ঝার প্রকৃতিতে কিছু পরিবর্তন ল‌ক্ষ্য করা গেছে এবং সেই পরিবর্তনকেই এই অস্বাভাবিক শীতকালের কারণ হিসাবে দেখা হচ্ছে। পশ্চিমি ঝঞ্ঝার গতিপথ পশ্চিমি ঝঞ্ঝাটি আসলে কী? পশ্চিমি ঝঞ্ঝা একটি ‘synoptic weather system’ অর্থাৎ বৃহৎ এলাকা জুড়ে এবং অনেক দিন ধরে ঘটে চলা আবহাওয়ার একটি অবস্থা। এটিকে সাধারণত শীতকালে কর্কটক্রান্তি রেখার উত্তরে অর্থাৎ মূলত উত্তরভারতে পর্যবেক্ষণ করা যায়। যেহেতু আবহাওয়ার এই অবস্থাটি পশ্চিমদিক থেকে আমাদের দেশে আসে, তাই ভারতীয় আবহাওয়াবিজ্ঞানীরা একে ‘পশ্চিমি ঝঞ্ঝা’ নাম দিয়েছেন। এই ঝঞ্ঝা মূলত পশ্চিমি বায়ুর মাধ্যমে আগত একটি নিম্নচাপ। এটি ‘Sub-tropical western jet stream’-এর সহায়তায় পশ্চিমদিক থেকে আমাদের দেশে আসে। এই সিস্টেমটি একটি উচ্চ বায়ুমণ্ডলীয় স্রোত, যা উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল দিয়ে সারাবছর প্রবাহিত হয়। এই নিম্নচাপ প্রধানত ভূমধ্য সাগরীয় অঞ্চলে তৈরি হয়ে ক্রমাগত পূর্বদিকে অগ্রসর হয়ে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর থেকে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে আরো পূর্বে ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে আমাদের দেশে প্রবেশ করে। এই আর্দ্র নিম্নচাপ যখন হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়, তখন তা বৃষ্টি বা তুষারপাতের আকারে উত্তরভারতে নেমে আসে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এদেশে প্রতিবছর গড়ে প্রায়...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in