এখন আমাদের জানতে হবে—শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুধাবনের জন্য প্রয়োজনীয় অনুশীলনের উপায়গুলি কী? প্রথম উপায় অনন্যশরণতা।

।।৩।।[পূর্বানুবৃত্তি : ভাদ্র ১৪২৯ সংখ্যার পর] রামকৃষ্ণ-চেতনার অনুশীলন : অনন্যশরণতা এখন আমাদের জানতে হবে—শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুধাবনের জন্য প্রয়োজনীয় অনুশীলনের উপায়গুলি কী? প্রথম উপায় অনন্যশরণতা। ভক্তশ্রেষ্ঠ হনুমানের অনুসরণে আমরা যেন বলতে পারি—শ্রী-নাথ, জানকী-নাথ এবং সারদা-নাথ ‘পরমাত্মনি’ অভেদ; কিন্তু অপরূপনয়ন, মাধুর্যঘনমুরতি সারদা-নাথ ঠাকুরই আমাদের জীবনসর্বস্ব, আমাদের জীবনদেবতা। তিনিই আমাদের প্রভু ও সকল প্রাণীর নিবাস এবং তাদের কৃতাকৃতের সাক্ষী। তিনিই আমাদের রক্ষক ও প্রত্যুপকার-নিরপেক্ষ হিতকারী ও পরম গতি। শ্রীরামকৃষ্ণের সবকিছুই মধুর শ্রীরামকৃষ্ণের ভক্তের কাছে তাঁর সবকিছুই মধুর। তাঁর হাসি মধুর, কথা মধুর, গান মধুর, নৃত্য মধুর। তাঁর হাব-ভাব, চাল-চলন সবই মধুর। শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন : “এখানকার (শ্রীরামকৃষ্ণের) হাব-ভাব, চাল-চলন, কথাবার্তা যাদের ভাল লাগবে তাদের এই শেষ জন্ম।”৪৩ তাঁর সবকিছু মধুর এমনকী বকুনিটাও মধুর। একবার ঠাকুর তাঁর বালকভক্ত সুবোধকে (পরবর্তিকালে স্বামী সুবোধানন্দজী) বলেন একটি গান লিখে দিতে। সুবোধ অনাগ্রহ প্রকাশ করে বলেন—তাঁর হাতের লেখা খারাপ। ঠাকুর তাঁকে বারবার আদেশ করলেও সুবোধও একই উত্তর দিতে থাকেন। ঠাকুর তখন তাঁকে বকতে শুরু করলেন : “দূর বোকা, কেবল বুঝি খেলিয়ে বেড়িয়েছিস।” ঠাকুরের বকুনি শুনেও সুবোধ বিমর্ষ না হয়ে হাসতে থাকেন। ঠাকুর তা দেখে বলেন : “হাঁরে, তোকে যে গাল দিলুম, তুই রাগ করলিনি?” সুবোধ উত্তর দেন : “মশাই, আপনার গালাগালও মিষ্টি।” সুবোধের এই সরল উক্তিতে শ্রীরামকৃষ্ণের স্নেহসিন্ধু উথলে ওঠে। তিনি স্নেহময়ী জননীর মতো সুবোধের চিবুক স্পর্শ করে চুম্বন করেন।৪৪ গীতায় ভগবান বলেছেন—তুমি মদ্গতচিত্ত হও; আমার ভজনশীল ও পূজনশীল হও; কায়মনোবাক্যে আমাকে প্রণাম কর। এইভাবে মৎপরায়ণ হয়ে আমাতে মন ও বুদ্ধি নিবিষ্ট করলে আমাকেই লাভ করবে।৪৫ সুতরাং আমাদের কর্তব্য শ্রীরামকৃষ্ণকে প্রণাম করা, তাঁর নাম জপ ও ধ্যান করা এবং তাঁর কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করা, উপরন্তু তাঁর স্বরূপ ও লীলা বিষয়ক গ্রন্থ পাঠ এবং তার মনন ও আলোচনা করা। তাছাড়া তাঁর সম্বন্ধে রচিত স্তব ও ভজন গাওয়া ও শোনা। মহাপুরুষ মহারাজের একটি প্রাসঙ্গিক উপদেশ—“শ্রীরামকৃষ্ণ যুগাবতার, যুগগুরু, যুগাচার্য। তাঁহার পবিত্র,...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in