সমর সেন (১৯১৬—১৯৮৭) রবীন্দ্র-পরবর্তী সময়ের একজন বিশিষ্ট কবি-সাহিত্যিক। রবীন্দ্র-সান্নিধ্যে থেকেও রবীন্দ্র-প্রভাব তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। বাংলা কবিতার পরিসরে সেই সংযোজন নিয়ে আলোচনা হয়েছে, পত্রিকা হয়েছে; এর মধ্যে উল্লেখযোগ্য অনিল আচার্য সম্পাদিত ‘অনুষ্টুপ’ পত্রিকার ‘সমর সেন শতবর্ষ বিশেষ সংখ্যা’ (২০১৬)। সেই ধারারই আরেকটি বিশেষ সংযোজন ‘চিলেকোঠা’ পত্রিকার ‘প্রসঙ্গে সমর সেন’ সংখ্যাটি। এপত্রিকার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে—“আমরা চেষ্টা করেছি সমর বাবুকে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন নথি, লেখাকে এক জায়গায় আনতে; এ পর্যন্ত তাঁকে নিয়ে যা যা বলা হয়ে ওঠেনি সেই সমস্ত লেখা, তথ্যকে সংগ্রহ করতে।” ছয়শোর বেশি পৃষ্ঠা নিয়ে নির্মিত এই সংখ্যাটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ‘পুনরুদ্ধার’ অংশে রয়েছে পূর্বপ্রকাশিত […]

সমর সেন (১৯১৬—১৯৮৭) রবীন্দ্র-পরবর্তী সময়ের একজন বিশিষ্ট কবি-সাহিত্যিক। রবীন্দ্র-সান্নিধ্যে থেকেও রবীন্দ্র-প্রভাব তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। বাংলা কবিতার পরিসরে সেই সংযোজন নিয়ে আলোচনা হয়েছে, পত্রিকা হয়েছে; এর মধ্যে উল্লেখযোগ্য অনিল আচার্য সম্পাদিত ‘অনুষ্টুপ’ পত্রিকার ‘সমর সেন শতবর্ষ বিশেষ সংখ্যা’ (২০১৬)। সেই ধারারই আরেকটি বিশেষ সংযোজন ‘চিলেকোঠা’ পত্রিকার ‘প্রসঙ্গে সমর সেন’ সংখ্যাটি। এপত্রিকার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে—“আমরা চেষ্টা করেছি সমর বাবুকে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন নথি, লেখাকে এক জায়গায় আনতে; এ পর্যন্ত তাঁকে নিয়ে যা যা বলা হয়ে ওঠেনি সেই সমস্ত লেখা, তথ্যকে সংগ্রহ করতে।” ছয়শোর বেশি পৃষ্ঠা নিয়ে নির্মিত এই সংখ্যাটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ‘পুনরুদ্ধার’ অংশে রয়েছে পূর্বপ্রকাশিত সমর সেনের দুষ্প্রাপ্য লেখাসমূহ। দ্বিতীয় থেকে পঞ্চম ভাগে রয়েছে সমর সেনকে নিয়ে আমন্ত্রিত বিবিধ প্রবন্ধ, ভাষান্তরে সমর সেনের রচনা, সমর সেন প্রসঙ্গে সাক্ষাৎকার, পাণ্ডুলিপি, সম্পাদিত পত্রিকা, চিঠিপত্র ও সম্পূর্ণ জীবনপঞ্জি।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in