‘উদ্বোধন’-এর গত কার্তিক ১৪২৮ সংখ্যায় স্বামী প্রিয়ব্রতানন্দের লেখা ‘স্বামী নির্বাণানন্দজী মহারাজের পুণ্যস্মৃতির অনুধ্যান’ পড়লাম। পড়তে পড়তে আমারও অতীতের কিছু ঘটনা মনে পড়ছিল। জামশেদপুর রামকৃষ্ণ মিশনে সূর্য মহারাজকে দেখার সৌভাগ্য আমারও হয়েছিল। আমি তখন ছোট। তিনি আমার বাবা-মায়ের দী‌ক্ষাগুরু ছিলেন। আমরা পাঁচ ভাই-বোন মিশনে যেতাম। মহারাজ তাঁর সেক্রে‌টারি জ্ঞান মহারাজকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমাদের সামনে আসতে বলতেন আর হিন্দিতে বলতেন : “কেয়া খবর, সব কুছ আচ্ছা হ্যায়?” তাঁর টেবিলে অনেক লজেন্সের বাক্স থাকত। আমাদের নজর থাকত সেদিকে। উনি বলতেন : “লজেন্স খায়েগা?” বলে হাসতেন। আমার মাথায় হাত দিয়ে বলতেন : “তোর হবে।” এখন যখন বসে বসে ভাবি তখন তাঁর শিশুসুলভ মুখটি আমার মনে ভেসে ওঠে।

অনুরাধা মল্লিক
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর-৭২১২১২