ইতিহাস অনুসারে বাংলা সংবাদ-সাময়িকপত্রের সূচনা হয়েছে উনিশ শতকের একেবারে গোড়ার দিকে।

ইতিহাস অনুসারে বাংলা সংবাদ-সাময়িকপত্রের সূচনা হয়েছে উনিশ শতকের একেবারে গোড়ার দিকে। তবে তার আগে হিকি সাহেবের হাত ধরে বাংলা থেকে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ (২৯ জানুয়ারি ১৭৮০) ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। আর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মাসিক সাময়িকপত্র ‘দিগদর্শন’; ২৩ মে প্রকাশিত হয়েছিল প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র ‘সমাচার দর্পণ’। সেই ধারা আজও সমান বেগে বহমান। কালের নিয়মে অসংখ্য পত্র-পত্রিকা আত্মপ্রকাশের শুভ সূচনা করে বিলীন হয়ে গেছে, শুধু রয়ে গেছে তাদের অমূল্য রচনার রত্নসম্ভার। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত ‘উদ্বোধন’ পত্রিকা আগামী জানুয়ারিতে ১২৫ বর্ষে পদার্পণ করবে। তারই প্রাক্‌মুহূর্তে আমরা মনোনিবেশ করেছি সেই সমস্ত বিস্মৃত পত্রিকার পাতায়। গবেষক বিজন ঘোষাল অসীম মন নিয়ে তুলে আনবেন রামকৃষ্ণ-বিবেকানন্দ পরিমণ্ডলের নানান প্রাসঙ্গিক রচনা, যা আমাদের সমৃদ্ধ করবে।—সম্পাদক হ্যানরি অ্যান্টোনি জুল বোয়া (১৮৬৮—১৯৪৩) ছিলেন ফরাসি দেশের বিখ্যাত দার্শনিক, লেখক ও সাংবাদিক। জন্ম ফ্রান্সের মার্সেই শহরে। ‘অতিচেতন’ (superconscious) বিষয় নিয়ে গবেষণা করে তিনি ডক্টর উপাধি অর্জন করেছিলেন। নারীমুক্তির বিষয়ে ‘দ্য ইটারনাল ডল’, ‘দ্য নিউ এরা’, ‘দ্য নিউ সরো অ্যান্ড দ্য ফিউচার কাপল’-এর মতো নানান সাংকেতিক নাটক লিখেছিলেন। স্বামী বিবেকানন্দ ১৯০০ সালে প্যারিসে তাঁর বাড়িতে কিছুদিন ছিলেন। ঐবছর ১ সেপ্টেম্বর স্বামী তুরীয়ানন্দজীকে লেখা একটি পত্রে স্বামীজী জানান : “তাঁর বাড়ি দেখে এসেছি। তিনি গরিব মানুষ—পণ্ডিত। তাঁর ঘরে একঘর বই।” আরেক পত্রে অ্যালবার্টা স্টার্জিসকে জানান : “এখানে আমি খুব সুখী ও পরিতৃপ্ত আছি। মঁ বোয়ার সঙ্গে আমার এখানকার জীবনযাত্রায় বেশ তৃপ্ত—রাশি রাশি বই, চারিদিকে শান্তি—আমাকে পীড়িত করে এমন জিনিস এখানে নেই।” মিস্টার বোয়া স্বামীজীর পুস্তিকাগুলিকে ফরাসিতে অনুবাদ করে প্রচার করতেন। স্বামীজী তাঁর সংস্পর্শে ফরাসি ভাষায় দক্ষ হয়ে উঠেছিলেন। সংস্কৃতের জটিল দার্শনিক তত্ত্বসমূহ স্বামীজী অবলীলায় ফরাসী ভাষার শ্রোতাদের বোঝাতে সক্ষম হতেন। মিস্টার বোয়া স্বামীজীর সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন। ১৯০১ সালে ভারতে এসে বেলুড় মঠে কয়েকদিন কাটিয়েছিলেন। এখানকার গরম আবহাওয়ায় বেশিদিন থাকতে না পেরে তিনি লাহোর ভ্রমণ করে দেশে ফিরে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in