গত ১৫ অগস্ট ২০২২ ও অন্যান্য দিনে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বেলুড় মঠ এবং তার নিম্নলিখিত শাখাকেন্দ্রগুলি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব পালন করেছে :
আজাদি কা অমৃত মহোৎসব পালন গত ১৫ অগস্ট ২০২২ ও অন্যান্য দিনে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বেলুড় মঠ এবং তার নিম্নলিখিত শাখাকেন্দ্রগুলি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব পালন করেছে : আসানসোল, বাগদা, বামুনমুড়া, বরানগর মিশন, বারাসত, বড়িশা, বাসবনগুড়ি, ভুবনেশ্বর, বিলাসপুর, বোলপুর, ছাপরা, চেন্নাই মঠ, চেন্নাই মিশন আশ্রম, চেন্নাই স্টুডেন্টস হোম, কোয়েম্বাতুর মঠ, কোয়েম্বাতুর মিশন, কোচবিহার, কটক, দার্জিলিং, দিল্লি, ধলেশ্বর, ডিব্রুগড়, ডিগবয়, ঘাটশিলা, গৌরহাটি, গুয়াহাটি, গোয়ালিয়র, হাটমুনিগুড়া, হায়দরাবাদ, ময়াল-ইছাপুর, ইম্ফল, ইন্দোর, জয়পুর, জলপাইগুড়ি, জম্মু, ঝাড়গ্রাম, কাডাপা, কনখল, করিমগঞ্জ, কথামৃত ভবন, কায়ামকুলম, খেতড়ি, কৃষ্ণনগর, লখনৌ, মাদুরাই, মাল্লিয়ানকরনাই, মেদিনীপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, মাইসুরু, নবদ্বীপ, নাওরা, নারায়ণপুর, উটি, পাটনা, পোর্ট ব্লেয়ার, প্রয়াগরাজ, পুনে, পুরী মঠ, পুরী মিশন, পূর্ণিয়া, পুরুলিয়া, রাজামহেন্দ্রভরম, রাজারহাট বিষ্ণুপুর, রাজকোট, রামনাথপুরম, রাঁচি মোরাবাদি, সালেম, সারগাছি, সরিষা, সিমলা, শিকড়া-কুলীনগ্রাম, সোমসার, শ্রীনগর, টাকি, তমলুক, তিরুপতি, ভদোদরা, বারাণসী অদ্বৈত আশ্রম, বিশাখাপতনম, বিবেকনগর, বৃন্দাবন, বলরাম মন্দির, বরানগর মিশন, গোলপার্ক, জয়রামবাটী, কামারপুকুর, নরেন্দ্রপুর ও রহড়া। উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, থাঞ্জাভুর : গত ১৫ অগস্ট ২০২২ এই কেন্দ্রের উদ্যোগে কুম্ভকোনমের পোর্টার টাউন হল-এ স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। ১৮৯৭ সালে ঐ স্থানে স্বামীজী একটি ভাষণ দান করেছিলেন। রামকৃষ্ণ মঠ, রামনাথপুরম : গত জুলাই ২০২১ রামনাথপুরম থেকে ১৮ কিমি দূরের গ্রাম নাগাচিতে একটি বিদ্যালয় স্থাপন করা হয়। তখন থেকে এই কেন্দ্রের ক্রিয়াকাণ্ডের গুরুত্ব বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির ঠিকানা : Ramakrishna Math, Vivekananda Vidyalaya CBSE School, P.O. Nagachi, Dist. Ramanathapuram, Tamil Nadu 623534. গত ২৯ অগস্ট ২০২২ নাগাচির আশ্রম-প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত আরো একটি ভবনের দ্বারোদ্ঘাটন করা হয়। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, চেন্নাই : এই কেন্দ্রের একটি ছাত্র দীর্ঘ প্রায় ৫১ ঘণ্টা ম্যারাথন ক্যারাম খেলায় অনন্য নজির সৃষ্টি করাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ তার নাম নথিভুক্ত হয়েছে।সি. বি. এস. ই. শিক্ষা পর্ষদের অধীনে ২০২২ সালের সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পরীক্ষায় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রাবাসের ফল নিম্নরূপ : গ্রীষ্মকালীন...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in