বাংলার নারীজাগরণের পশ্চাতে যাঁদের অবদান অনস্বীকার্য—

বাংলার নারীজাগরণের পশ্চাতে যাঁদের অবদান অনস্বীকার্য—তাঁদের মধ্যে অন্যতম হলেন বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ। ১৯০০ সালের ২ অক্টোবর তাঁর জন্ম। লীলা নাগের জন্মনাম ছিল লীলাবতী নাগ, কিন্তু তিনি ‘লীলা নাগ’ নামেই অধিক পরিচিত (যদিও বিবাহ-পরবর্তী কালে তিনি ‘লীলা রায়’ নাম ব্যবহার করতেন)। তাঁর পিতা গিরিশচন্দ্র নাগ ও মাতা মঞ্জুলতা নাগ। অসমের দেওঘরের একটি স্কুলে তাঁর আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হয়। তারপর কলকাতার ব্রাহ্ম গার্লস স্কুলে প্রাথমিক পাঠগ্রহণ সমাপ্ত করে ১৯১১ সালে ঢাকার ইডেন হাইস্কুলে ভর্তি হন। ১৯১৭ সালে তিনি প্রবেশিকা পরী‌ক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার বেথুন কলেজে যোগদান করেন। জন্মসূত্রে তাঁর মধ্যে ছিল নেতৃত্বদানের সহজাত গুণ। বেথুন কলেজের হোস্টেলে থাকার সময় তিনি কলেজের ছাত্রী-নেত্রীও হয়েছিলেন। প্রিন্সিপ্যাল শ্রীমতী রাইট তাঁকে ‘Senior Student’-এর পদে স্বীকৃতি দেন। সহপাঠ্যক্রমিক কার্যাবলিতেও তিনি ছিলেন অন্যদের থেকে এগিয়ে। আই.এ. এবং বি.এ. দুটি ডিগ্রি তিনি বেথুন কলেজ থেকে লাভ করেন। এরপর তিনি ইংরেজি সাহিত্য নিয়ে এম.এ. পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। কিন্তু সেখানে তখন মেয়েেদর ভর্তির কোনো সুযোগ ছিল না। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ জে. পি. হার্টগ-এর সঙ্গে দেখা করেন। তাঁর সক্রিয় প্রচেষ্টায় ও অদম্য প্রাণশক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশি‌ক্ষার পথ উন্মুক্ত হলো। লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। এই প্রসঙ্গে ডঃ রঙ্গলাল সেনের বক্তব্য স্মরণ করা যেতে পারে। তাঁর মতে—“সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহশি‌ক্ষার ব্যবস্থা না থাকায় লীলা নাগের দৃঢ়চিত্ততা ও উচ্চশি‌ক্ষার আকাঙ্ক্ষা দেখে ভাইস চ্যান্সেলর বিখ্যাত শি‌ক্ষাবিদ ডঃ পি. জে. হার্টগ তাঁকে পড়ার বিশেষ অনুমতি দেন।... কাজেই নিঃসন্দেহে বলা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীশি‌ক্ষার অগ্রদূত হচ্ছেন শ্রীমতী লীলা নাগ।” ১৯২৩ সালে ইংরেজি সাহিত্যে দ্বিতীয় শ্রেণিতে তিনি এম.এ. পাশ করেন। এম.এ. পাশ করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করার জন্য ডাক পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার জন্য তাঁর প‌ক্ষে আর সেই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব হয়নি। লীলা নাগের একই পাড়ার বাসিন্দা অনিল রায়ের ‘Social Welfare’-এর মাধ্যমেই তিনি বৈপ্লবিক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in