স্বামী সুবোধানন্দের এই পত্রাবলী বেলুড় মঠের ‘রামকৃষ্ণ-সংগ্রহমন্দির’-এর সৌজন্যে প্রাপ্ত।
(পুরানো বানান অপরিবর্তিত)

(১)৺শ্রীশ্রীরামকৃষ্ণো জয়তি RAMKRISHNA MATHBELUR P.O., HOWRAH DIST.Dated the ২৫শে আষাঢ়, ১৯২৫বৃহস্পতিবার[10.07.1925] কল্যাণীয়া শ্রীমতী প্রতিভাসুন্দরী রায়। মায়ী, অনেক দিন পরে তোমার পত্র পাইলাম, সকলে শারীরিক ভাল আছ জানিয়া খুব সন্তুষ্ট হইলাম। কালীতারা কিছু লেখে নাই কেন। গত সোমবার শ্রীযুত যামিনীবাবু এখান হইতে ঢাকায় রওনা হইয়াছেন, শীঘ্রই তিনি বালিয়াটী যাবেন। হাঁসপাতাল ডাক্তারখানা প্রতিষ্ঠা হইবে শুনিয়াছি। তুলসী মহারাজ এখন বাঙ্গালোর মঠে আছেন, মাইসোর দেশে। শীঘ্রই তিনি আরো দ‌ক্ষিণ দেশে যাবেন, সে জায়গার নাম ট্রাভাঙ্কোর। সেখানেও আশ্রম আছে, কন্যাকুমারীর নিকট। কন্যাকুমারী কোথায় জান, একেবারে ভারতবর্ষর শেষ সীমা। সে দেশে মেয়ে রাজা, মেয়েরাই বাপের বিষয় পায়, ছেলেরা খেতে পোরতে পায়, বিষয় পায় না, সেখানে দেশাচাল। নীরদ মহারাজ ভাল আছেন, তোমাদের সকলকে ভালবাসা শুভেচ্ছা জানাইয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন যোগেনবাবু, মায়ী এরা সব শারীরিক ভাল আছেন তো? কালীতারা সেখানে লেখাপড়া করে তো? মায়ী, এখানে সব সাধুরা ও আমি ভাল আছি, তোমরা সকলে সব সাধুদের শুভাশীর্ব্বাদ জানিবে। গতকল্য বৈকাল থেকে এখানে খানিক রাত্র পর্য্যন্ত বৃষ্টি হইয়াছিল। আবার মাঝে২ বৃষ্টি বন্ধ হয়। মায়ী, তুমি শ্রীশ্রীঠাকুরের পূজা ও সেবাদি করিবে, মনে২ জানিবে আপন পিতামাতার সেবা পূজা করিতেছি। আসল কথা এই, ঠাকুরকে আপন করে নিতে হবে। তাঁকে যদি আপন করে নিতে পার, তাঁর যাহা কিছু সকলি তোমার হাতে। যখন সুবিধা হবে ধর্ম্ম সম্বন্ধে পুস্তক তুমি পড়িবে। কালীকেও একটু২ পড়িতে দেবে, যাহাতে মনে শান্তি থাকে এইরকম বই পড়িবে। আমি শারীরিক ভাল আছি, তুমি আমার আন্তরিক ভালবাসা শুভেচ্ছা জানিবে। শ্রীযুত যোগেনবাবুকে, কালীতারাকে জানাবে। কালীকে লিখতে বলিবে। মঙ্গলাকাঙ্ক্ষীশ্রীসুবোধানন্দ (২) ৺শ্রীশ্রীরামকৃষ্ণো জয়তি ৺কাশীধাম২৪-৮-[১৯]২৭ শ্রীমান অবনী— তোমার পত্র পাইয়া সমস্ত অবগত হইলাম ও সকলে শারীরিক ভাল আছ জানিয়া সুখী হইলাম। সারদানন্দ স্বামীর যেদিন শরীর যায়, তার পরদিন মহাপুরুষ মহারাজ সকালে টেলিগ্রাম দ্বারা আমাকে জানাইয়াছিলেন। বেলা ১১টার সময় সারদানন্দ স্বামীকে প্রসেসন করিয়া বরাহনগর হইতে পার করিয়া মঠে লইয়া যাওয়া হয়, বেলুড় মঠে সেদিন মেয়ে পুরুষ প্রায় হাজারখানেক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in