বিক্ষুব্ধ জলের বুক থেকে
ছিনিয়ে নেওয়া তোমায়, স্বাধীনতা;
যেন এই আলোর ডিঙি থেকে
নেমে আসছে গৃহস্থ পালক।

বিক্ষুব্ধ জলের বুক থেকেছিনিয়ে নেওয়া তোমায়, স্বাধীনতা;যেন এই আলোর ডিঙি থেকেনেমে আসছে গৃহস্থ পালক।দর্শকশূন্য আসনে বসেএকের পর এক করতালির মতো করেঘুম ভাঙছে আমাদের,ঘুমের শিয়রেঅনাবিল দুঃখ হয়ে বসে থাকেউপনিবেশের গাথা; তবু তো এই খোলসের মতো ঋণীএকা একা গড়িয়ে যাওয়ার ছলেপুরনো টবে বেড়ে ওঠা বনসাই;ছেঁটে দেওয়া ডালপালায় ঘাড় গুঁজেপতাকা ওড়ানোর স্বপ্ন দেখে,স্বাধীনতার বুক চিরে জেগে থাকেআরেকটি স্থলপদ্ম। বৃষ্টির আগে ও পরেসাবধানি পথিক যেমন বর্ষাতির গায়েমেখে নেন টেবিল চামচ—মেঘ;আমাদেরও মানচিত্র বেয়ে নামছেতেমনই বর্ষার ঘোর,তেমনই নবীন কিশলয়স্বাধীনতার নামে।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in