স্বামী বিবেকানন্দের ‘পত্রাবলী’ আজও তাঁর রচনা-সংকলনের মধ্যে এক অনবদ্য অনুপম সৃষ্টি।
স্বামী বিবেকানন্দের ‘পত্রাবলী’ আজও তাঁর রচনা-সংকলনের মধ্যে এক অনবদ্য অনুপম সৃষ্টি। তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, বিদেশযাত্রা করেছেন। বিভিন্ন জায়গা থেকে তাঁর গুরুভাইদের চিঠি লিখেছেন। সেইসব চিঠির মর্মকথা আজও আমাদের চলার অন্যতম পাথেয়। অথচ সেদিন এই চিঠিপত্র নিয়েই ব্রিটিশ গোয়েন্দাদের রাতের ঘুম চলে গিয়েছিল। সেকথা আমরা হয়তো অনেকে জানি না। ১৯১৫ সালে স্বামীজী দেহ রাখার পরেও যখন তাঁর পত্রাবলীর বিভিন্ন খণ্ড প্রকাশিত হচ্ছে তখন সেই পত্রাবলী কেন এত জনপ্রিয় হচ্ছে, কেন এত সংস্করণ হচ্ছে, এই চিঠিগুলোতে কী এমন আছে যার জন্য সে-সময়কার যুবসমাজ উদ্বেলিত-আন্দোলিত—সেইসময় এর কারণ অনুসন্ধানের জন্য ব্রিটিশ গোয়েন্দারা তৎপর হয়ে উঠেছিলেন। আজও মহাফেজখানায় রক্ষিত ব্রিটিশ গোয়েন্দাদের সেই রিপোর্টগুলি অনুসরণ করলে দেখা যায়, সামান্য একটি পত্রাবলীর সংস্করণ নিয়ে একজন গোয়েন্দা থেকে আরেকজন গোয়েন্দা, একজন পুলিশ অফিসার থেকে আরেকজন পুলিশ অফিসারের মধ্যে কত চিঠিচাপাটির আদান-প্রদান হচ্ছে! একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি—১৯১৫ সালের ২৬ মে, ব্রিটিশ গোয়েন্দা ফাইলের DO No. 22-C। বেঙ্গল লাইব্রেরির কাছে ব্রিটিশ গোয়েন্দারা ‘কনফিডেনসিয়াল’ লেখা নোট পাঠাচ্ছেন। বলছেন—আমাদের বিবেকানন্দের প্রকাশিত পত্রাবলীর খুব প্রয়োজন। তার ইংরেজি অনুবাদ এবং বাংলা—সবই চাই। অবিলম্বে সেগুলো আমাদের কাছে হস্তান্তরিত করা হোক। কোথায় কী অতিরিক্ত লেখা হচ্ছে, কোথায় কী বাদ যাচ্ছে, কোন চিঠিতে তিনি কী লিখেছেন—এই সবই তখন গোয়েন্দাদের তদন্তের বিষয়। ভাবলে কিন্তু অবাক হতে হয়। ১৯১৫ সালের ১৭ মে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ CID-র স্পেশাল অ্যাসিস্টেন্ট বেঙ্গল লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান একটা চিঠিতে লিখছেন—আপনার গোয়েন্দা রিপোর্ট 6438—616-15IB, তাতে পত্রাবলী বইটির দ্বিতীয় সংস্করণ যেটি প্রকাশিত হয়েছে তার কপি আপনারা চেয়েছেন এবং সেব্যাপারে আমাদের বক্তব্য জানতে চেয়েছেন। এই বইটির দ্বিতীয় সংস্করণে কিছু পরিবর্তন করা হয়েছে। এর পৃষ্ঠাসংখ্যা ১০৮-১০৯। আর তৃতীয় সংস্করণটা এখনো আমাদের বেঙ্গল লাইব্রেরিতে এসে পৌঁছায়নি। চতুর্থ সংস্করণ অবশ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেইসময় এই বইগুলি পড়ে নাকি বাংলা তথা ভারতীয় যুবসমাজের একটা বড় অংশ মহারাষ্ট্র এবং মাদ্রাজে স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে দীক্ষিত হচ্ছে। এসমস্ত চিঠি পড়ে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in