আমরা মহিমময় শ্রীরামকৃষ্ণ–চরিত্রের অন্তরঙ্গ দিকগুলি সম্বন্ধে যত অবহিত হই ততই
।।২।। শ্রীরামকৃষ্ণের স্বরূপের অন্যান্য বৈশিষ্ট্য আমরা মহিমময় শ্রীরামকৃষ্ণ–চরিত্রের অন্তরঙ্গ দিকগুলি সম্বন্ধে যত অবহিত হই ততই তাঁকে আরো নিবিড়ভাবে জানতে ও ভালবাসতে পারি। পরিণামে তা আমাদের রামকৃষ্ণ–চেতনার উন্মেষ ও বৃদ্ধিতে পরম সহায়ক হয়। সর্বদেবদেবীস্বরূপতা শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবীস্বরূপ। তিনিই শিব, বিষ্ণু, দুর্গা, কালী, লক্ষ্মী—সবকিছু। তাই শ্রীরামকৃষ্ণের পূজার সময় এই মন্ত্রটি বারংবার উচ্চারিত হয়—‘ওঁ ঐঁ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ’। লীলাপ্রসঙ্গ-এ স্বামী সারদানন্দজী বর্ণনা করেছেন— একদিন মথুরবাবু দক্ষিণেশ্বরে কুঠিবাড়িতে বসে আছেন আর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের উত্তর-পূর্বের বারান্দায় পায়চারি করছেন। মথুরবাবু দেখলেন, যখন ঠাকুর সামনের দিকে আসছেন তখন মন্দিরের মা কালী আর যখন পিছন ফিরে হাঁটছেন তখন সাক্ষাৎ শিব। স্বামী বাসুদেবানন্দ লিখেছেন : “১৯১৪ খ্রীস্টাব্দে আত্মারামের কৌটায় কালীপুজো ও জগদ্ধাত্রীপুজো হয়। এবার (১৯১৫) জয়রামবাটীতে জগদ্ধাত্রীপুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, ‘আত্মারামের কৌটায় এঁদের পুজো হয়? “গুহ্যাতিগুহ্যগোপ্ত্রী ত্বং গৃহাণাস্মৎ কৃতং জপম্।/ সিদ্ধির্ভবতু মে দেবি তৎপ্রসাদাৎ মহেশ্বরী।।” বলে ঐ কৌটাতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না?’ মা বললেন, ‘তা হবে কেন? তুমি কী বেদান্ত পড়? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী। শুদ্ধসত্ত্ব যোগমায়া তাঁর শরীর—তিনি সশক্তিক ব্রহ্ম। শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম, মা-কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, “মা, অমন করে রয়েছ কেন?” বললেন, “ওর ঐটের জন্য। আমারও গলায় বড় ব্যথা”।’”১৭ শ্রীশ্রীমা একসময় এও মন্তব্য করেন : “তিনি (ঠাকুর) সর্বদেবময়, তিনি সর্ববীজময়।”১৮ “ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন—এমন কি, শীতলা, মনসা পর্যন্ত।”১৯ শ্রীশ্রীচণ্ডীর পঞ্চম অধ্যায়ে ‘যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা’ বলে শুরু করে পরবর্তী অনেকগুলি শ্লোকে বিভিন্ন বস্তু ও ভাবের মধ্যে জগন্মাতার অধিষ্ঠানের বর্ণনা আছে, আবার ভগবদ্গীতার দশম অধ্যায় ‘বিভূতিযোগ’-এ বর্ণনা করা হয়েছে—জগতের সব বিশিষ্ট বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রকাশস্থল। আমরা ঐগুলি পাঠ করার সময় শ্রীচণ্ডী ও শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি শ্রীরামকৃষ্ণে আরোপিত করতে পারি এবং তাতে কোনো প্রত্যবায় হয় না। কারণ, তাঁরা তো স্বরূপত এক ও অভিন্ন। এইভাবে রামকৃষ্ণ-চেতনাকে আমরা আরো সম্প্রসারিত করতে পারি। সর্বাবতারস্বরূপতা শ্রীরামকৃষ্ণ যেমন ছিলেন সর্বদেবদেবীস্বরূপ,...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in