আড়াইশো বছর পরে আজও রাজা রামমোহন রায়ের কৃতিত্ব অমলিন ও স্মরণযোগ্য।

ভারত আত্মা রামমোহনসম্পাদক : গৌর খাঁড়াপ্রকাশক : গৌড়হরি খাঁড়াপান্থজন, ১-এ, ২০৪, অভিদীপ্তা-১,৪০১, বরাখোলাকলকাতা-৯৯৩০০.০০ আড়াইশো বছর পরে আজও রাজা রামমোহন রায়ের কৃতিত্ব অমলিন ও স্মরণযোগ্য। সেই ভাবকল্পে তাঁকে স্মরণ করেই পান্থজন থেকে প্রকাশিত হয়েছে ভারত আত্মা রামমোহন গ্রন্থটি। গৌড় খাঁড়ার সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থে রয়েছে রামমোহন রায় ও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে একাধিক প্রবন্ধ। প্রথিতযশা প্রাবন্ধিকগণ সমকালের দৃষ্টিতে তাঁকে চিত্রিত করেছেন। সম্পাদককে কুর্ণিশ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in