জনীয় স্বামী শিবপ্রদানন্দের লেখা ‘মানিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনাবৃত চেতন-পরিসর’ (আশ্বিন ১৪৩০) লেখাটি পড়ে

পূজনীয় স্বামী শিবপ্রদানন্দের লেখা ‘মানিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনাবৃত চেতন-পরিসর’ (আশ্বিন ১৪৩০) লেখাটি পড়ে ভাল লাগল, সমৃদ্ধ হলাম। লেখক যথার্থই বলেছেন, মানিক-সাহিত্যের এক অনন্য সম্পদ প্রকৃতিচেতনা। বিশেষ করে মনে পড়ে তাঁর অসাধারণ উপন্যাস পদ্মা নদীর মাঝি। এই প্রসঙ্গে সাহিত্য-সমালোচক অচ্যুত গোস্বামীর বিশ্লেষণ স্মরণযোগ্য। তিনি বলেছেন, বাস্তববাদী প্রবণতাই মানিকবাবুকে অনগ্রসর শ্রেণির মানুষদের নিয়ে সাহিত্যরচনায় প্রবৃত্ত করেছিল। পদ্মাপারের মাঝিদের জীবনালেখ্যই এই কাহিনির মুখ্য পটভূমিকা। এছাড়া মানুষের নদীর নির্জন চরের ওপর বসতি স্থাপনের স্বপ্নও বাঙ্ময় হয়ে উঠেছে। অসিত দত্তশিবপুর, হাওড়া-৭১১১০২

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in