শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর যখন তাঁর ত্যাগব্রতী শিষ্যরা বরানগরের পড়োবাড়িতে থেকে
শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর যখন তাঁর ত্যাগব্রতী শিষ্যরা বরানগরের পড়োবাড়িতে থেকে সাধন-ভজনে দিনপাত করছেন, তখন স্বামী বিবেকানন্দ (সেই সময়ে তিনি ‘স্বামী বিবিদিষানন্দ’) রওনা দেন পশ্চিমের দিকে। মহেন্দ্রনাথ দত্তের শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজীর জীবনের ঘটনাবলী বইতে এই সময়ের নানা ঘটনার কথা বিশদে বর্ণিত আছে। তারই একটি ঘটনার কথা আজ স্মরণ করা যাক—১৮৮৮-র মাঝামাঝি সময়ে রেলপথে হাথরাস স্টেশনে এসে নেমেছেন স্বামীজী। উদ্দেশ্য—হরিদ্বারে যাবেন। বসে আছেন স্টেশনের বেঞ্চে। স্টেশনের সহৃদয় যুবক কর্মচারী শরৎচন্দ্র গুপ্ত তাঁকে দেখে তাঁর খেঁাজখবর নিলেন। শরৎচন্দ্র ছিলেন জৌনপুরী বাঙালি। দীর্ঘদিন প্রবাসে বসবাসের ফলে তিনি হিন্দিভাষী হয়ে গিয়েছিেলন। সন্ন্যাসীর বাঙালি শরীর জেনে শরৎচন্দ্র গুপ্ত কয়েকদিনের জন্য তাঁকে আশ্রয় দিলেন নিজের বাড়িতে। তখন কে জানত, ‘আশ্রয়দাতা’ নিমেষে ‘আশ্রিত’ হয়ে উঠতে পারে? সেই বাড়িতে বসে স্বামীজী একদিন আপনমনে গাইছিলেন—‘সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম তুমি কেন অকারণ’। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন : “…গানটি শুনিয়া উক্ত কর্মচারির যেন মুহূর্তে সব ভাব বদলে গেল—তাহার চাকুরি করা বা বাড়ি ঘরদোরের কথা যেন চিরকালের জন্য একেবারে মন থেকে দূর হয়ে গেল। বাবা, মা, ভাই, বোন, সকলই তার ছিল; কিন্তু সে তখন যেন অন্যপ্রকার হইয়া উঠিল।”১ জাগতিক পরিসরে হাথরাসে স্বামীজীকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছিলেন যিনি—তাঁকেই আধ্যাত্মিক পরিসরে নিজ-আশ্রিত করে নিলেন! শরৎচন্দ্র গুপ্তই পরবর্তী জীবনে স্বামী সদানন্দ, স্বামীজীর প্রথম শিষ্য—যিনি বলতেন : “আমি জন্মেছি স্বামীজীর সেবা করবার জন্য। আমি আর কিছু জগতে জানি না।”২ সদ্য সন্ন্যাসের প্রতি আকৃষ্ট হওয়া শরৎচন্দ্র স্বামীজীর সঙ্গী হয়ে পথ চলতে চাইলেন। চাকরি ছেড়ে, পরিবার-পরিজন ছেড়ে শরৎচন্দ্র প্রায় সমবয়সি সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে পড়লেন হরিদ্বার হৃষীকেশের উদ্দেশে। সাহারানপুর অবধি রেলপথে গিয়ে বাকিটা হেঁটে। এইই সেই বিখ্যাত পথ-চলা, যেখানে ক্লান্তিক্লিষ্ট শরৎচন্দ্রের ভারী অ্যামুনিশন বুটজোড়া মাথায় করে নিয়ে গিয়েছিলেন স্বয়ং স্বামীজী। পরবর্তিকালে স্বামী সদানন্দের বর্ণনা করা এই আবেগঘন দৃশ্য আজও স্বামী বিবেকানন্দের অহংশূন্যতার এক অপ্রতিম নিদর্শন হয়ে রয়ে গেছে। এছাড়াও সেই পথে ঘটা আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন স্বামী সদানন্দ, যা নিজের বইতে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
