আপনার গত ২১ জানুয়ারির কৃপাপত্র পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চিঠিতে মিস্টার প্যাটারসন ও আপনি যে সহানুভূতি প্রকাশ করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

প্রিয় ধীরানন্দ, আপনার গত ২১ জানুয়ারির কৃপাপত্র পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চিঠিতে মিস্টার প্যাটারসন ও আপনি যে সহানুভূতি প্রকাশ করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমরা সকলেই জানি যে, এই সমস্ত দুঃখ আমাদের এই জন্মের বা গত জন্মের কর্মের ফল। সমস্ত পাপ ক্ষয় করতে এই একটি জন্মের দুঃখই যথেষ্ট নয়, তাই আমরা বারবার জন্মাই—যতক্ষণ না সকল কর্মক্ষয় হয়। বারবার পুনর্জন্মের হাত থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তত্ত্বজ্ঞান অর্থাৎ সত্য ও পরিপূর্ণ জ্ঞান লাভ করা, যার দ্বারা আত্মানাত্মবিবেক জ্ঞান হয়। তবে তা সংসারী জীবনে লাভ করা, বিশেষ করে আমার মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। তাই আমরা ‘যা হয় মঙ্গলের জন্যই হয়’এই ধারণাটি মনে রেখে সান্ত্বনালাভ করতে পারি। সে যাই হোক, আপনি ও মিস্টার প্যাটারসন আমাদের এই শোকের সময়ে যে মধুর ও সহৃদয় ভাষায় চিঠিটি লিখেছেন, তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। যদি আমার সাধ্য থাকে নিশ্চিত জানবেন, কোনোদিন আপনাদের সহৃদয়তার জন্য কৃতজ্ঞচিত্তে আপনাদের ইচ্ছা পূরণ করব।আমার ভাই, জগতের জ্যোতি শ্রদ্ধেয় স্বামী ত্রিগুণাতীতানন্দের জীবনী প্রকাশের দ্বারা আপনাদের মহাপ্রাণতা ও জগৎ-হিতৈষণার প্রশংসা না করে পারছি না। এই ক্ষুদ্র চিঠিটির সঙ্গে তার পূর্বজীবনের সামান্য ইঙ্গিত করে কয়েক ছত্র লিখছি। আশা করি আমাদের প্রিয় সারদাপ্রসন্নের জীবনী প্রকাশের জন্য যে-সাহায্য আপনাদের প্রয়োজন, এর দ্বারা তা সাধিত হবে। আপনি চিরকালই আমার প্রতি সদয় ও সুবিবেচকের মতো আচরণ করেছেন। তাই আমি জানি, যে-অনুরোধটি করতে যাচ্ছি, তা আপনি রাখবেন—যদি আপনার পক্ষে তা সম্ভব হয়। অনুরোধটি হলো—যদি সম্ভব হয়, দয়া করে আধ ডজনের মতো আপনার বহুমূল্য রচনাটি পাঠাবেন—আমার এবং আমার আত্মীয় ও বন্ধুদের জন্য। এই বিষয়ে আমাকে সাহায্য করেছেন ডঃ শশিভূষণ ঘোষ, এম.বি., বাবু নারায়ণচন্দ্র ঘোষ, বি.এল. এবং ৬৭ নং গ্রে স্ট্রিটের বাবু উপেন্দ্রনাথ রায়—যিনি বহু পরিশ্রমে মহারাজ সংক্রান্ত বিভিন্ন নোট ও মন্তব্যসহ লেখাগুলি টাইপ করে দিয়েছেন।…সতত আপনার— বিনয়কৃষ্ণ মিত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজীর জন্ম হয় সোমবার, ৩০ জানুয়ারি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in