স্বামী আত্মপ্রকাশানন্দ (পূর্বাশ্রমের নাম প্রিয়নাথ দাশগুপ্ত) ছিলেন আমার পিতামহের মামা।
উদ্বোধন-এর গত চৈত্র ১৪৩১ সংখ্যায় প্রকাশিত স্বামী শাস্ত্রানন্দের স্মৃতিসুধা ‘এক অনন্য জীবন : স্বামী আত্মপ্রকাশানন্দ’ পান করে রোমাঞ্চিত হলাম। স্বামী শাস্ত্রানন্দজী চণ্ডীগড় আশ্রমে দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন। সেই সময় দিল্লি আশ্রমে প্রায়ই আসা-যাওয়ার ফলে ওনার ওজস্বী ভাষণের সাথে ছেলেবেলা থেকেই আমি পরিচিত ছিলাম। কিন্তু স্বামী আত্মপ্রকাশানন্দ সম্পর্কে এই স্মৃতিচারণাটি এক বিশেষ প্রাপ্তি। স্বামী আত্মপ্রকাশানন্দ (পূর্বাশ্রমের নাম প্রিয়নাথ দাশগুপ্ত) ছিলেন আমার পিতামহের মামা। তাই স্বাভাবিকভাবে ছোটবেলা থেকেই আমার পিতৃদেব স্বর্গত পীযূষকান্তি রায়ের কাছে তাঁর সম্পর্কে নানান ঘটনা শুনে এসেছি। দুঃসাহসী বিপ্লবী প্রিয়নাথ কীভাবে ১৯১২ নাগাদ কোয়ালপাড়া আশ্রমে এসে মাতৃচরণে নিজেকে সমর্পণ করলেন, সে এক বিস্ময়কর কাহিনি। পরবর্তী সময়ে তিনি সংঘের নানান গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং অনেক বছর কাশী সেবাশ্রমের অধ্যক্ষ থাকার পর কিছুদিন বেলুড় মঠের ম্যানেজাররূপেও কাজ করেছেন। অবশ্য তার আগেই তিনি রামকৃষ্ণ মঠের অছি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পরিষদের সদস্য ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। স্বামী আত্মপ্রকাশানন্দ ছিলেন স্বামী সারদানন্দজীর আস্থাভাজন। ১৯২০ সালের মার্চ মাসে শ্রীশ্রীমাকে শেষবারের মতো জয়রামবাটী থেকে বিষ্ণুপুর হয়ে কলকাতা নিয়ে আসার জন্য শরৎ মহারাজ তাঁকে পাঠান। স্বামী আত্মপ্রকাশানন্দের প্রাক্-সন্ন্যাসী জীবনের একটি ঘটনার কথা এপ্রসঙ্গে বলতে চাই, যা থেকে অনুমান করা যায় তাঁর সহ্যশক্তি কেমন ছিল। পুলিশের নজর এড়িয়ে তিনি একবার আমার পিতামহের ঢাকার গৃহে মাঝরাতে হাজির হন। পিঠে বিরাট ফোড়া (carbuncle) হওয়ার ফলে এবং ব্যথার কারণে তাঁর চলাফেরা তখন অত্যন্ত কষ্টকর। ডাক্তারের কাছে গিয়ে সেটির অস্ত্রোপচারেরও উপায় নেই; কারণ তিনি তখন একজন পলাতক বিপ্লবী, পুলিশের হাতে ধরা পড়ার সমূহ সম্ভাবনা। আমার পিতামহকে তিনি আদেশ করলেন ঘরে কোনো ছুরি থাকলে সেটি দিয়ে যেন ফোড়াটিকে চিরে দেওয়া হয়। এতে আপত্তি করলে তিনি ধমক দিয়ে করতে বলেন। প্রিয়নাথ একটি জানলার শিকে ভর দেওয়ার পর আমার পিতামহ কম্পিত হস্তে ঐ সামান্য ঘরোয়া ছুরি দিয়ে ফোড়াটি চিরে দেন, স্বাভাবিকভাবেই প্রচুর পুঁজ-রক্তও বের হয়। প্রিয়নাথ কিন্তু নির্বিকার, ঐ প্রচণ্ড ব্যথা অম্লানবদনে সহ্য করলেন; যেন...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
