কাল তোমার পত্র পাইয়াছি। তোমার সর্দ্দি ও একটু জ্বর ভাব হইয়াছে জানিয়া দুঃখিত হইলাম। একটা

১ শ্রীশ্রীদুর্গা সহায়বুধবারসারিগাছী পরম স্নেহাস্পদেষু :— কাল তোমার পত্র পাইয়াছি। তোমার সর্দ্দি ও একটু জ্বর ভাব হইয়াছে জানিয়া দুঃখিত হইলাম। একটা বড় রকমের পরিবর্তন বিশেষতঃ এই হিমের দিনে একটু ঠাণ্ডা লাগিয়াই তোমার উহা হইয়াছে। কয়েকটা দিন এখন তোমার একটু সাবধানে থাকা উচিত। সন্ধ্যার পর হিম লাগাইও না। তুমি যে একবার এখানে আসিবে, তাহাতে সন্দেহ নাই। আমার মনে হয় ঠিক শ্যামাপূজার পরদিনই এখানে না আসিয়া আর ২/৪ দিন পরে আসিলেই ভাল হয়। কারণ মঠে পূজার দিন একটু অত্যাচার হইবেই। এখানেও কালীপূজার দিন বাজী আলো ও পটে মায়ের পূজার বিশেষ আয়োজন হইতেছে। আমি একটু ভাবিয়া চিন্তিয়াই লিখিলাম। আমার স্নেহালিঙ্গনাদি জানিবে। ইতি— তোমাদেরইঅখণ্ডানন্দ ২শ্রীশ্রীদুর্গা সহায় Ramkrishna Mission Ashrama(Orphanage)Sargachhi, Mahula, P.O. Dt. Murshidabad25th June 1935 পরমস্নেহাশীর্ব্বাদসন্তু বিশেষ :— পরে সমাচার এই যে, তোমার ২১শে মে তারিখের পত্র পাইয়া সমাচার অবগত হইলাম। গত জানুয়ারী মাসে লিখিত তোমার এক পত্র আমি যথাসময়ে পাইয়াছিলাম। উত্তর দিবার জন্য সেই পত্রখানা আমি অনেকদিন আমার কাছে২ রাখিয়াও নানাকারণে তাহা ঘটিয়া উঠে নাই। আর এক কথা—তোমার আমাকে চিঠি না দিবার জন্য কৈফিয়ৎটা আমার তেমন মনঃপূত হয় নাই। মনে২ তুমি যাহাই কর না কেন, আমাকে তুমি একখানার বেশী পত্র না দেওয়ায় ঐ দীর্ঘকালের মধ্যে আমার মনে হইত যে, আমি তোমার পত্র পাইবার যোগ্য নই। যাহোক আমি তোমার পত্রের উত্তর দিতে পারি নাই, সেজন্য তুমি আমাকে ‌ক্ষমা করিও। গত অক্টোবর মাসের শেষে আমাকে অখিলানন্দের সঙ্গে বোম্বাই পর্য্যন্ত যাইতে হয়। অন্নপূর্ণা ও ভক্তির আমাদের প্রতি শ্রদ্ধাভক্তির তুলনা নাই। তাহাদিগকে দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। পরে গত জানুয়ারী মাস হইতে একে একে আসিয়াছে। এখানে আসিয়া আমার সঙ্গে দেখা করিয়াছে। পরমানন্দের মুখে শুনিলাম, তোমার সঙ্গে তাহার বেশ প্রীতি সম্মিলন হইয়াছে। অশোকানন্দের সঙ্গে A. Clifton ছেলেটি এখানে আইসে। তাহার নাম হইয়াছে ভৃগুচৈতন্য। New York V.Sর Rudolph C. Ady বোধানন্দের এক পত্র লইয়া এখানে মার্চ্চ মাস হইতে তিনবার আসিয়াছিল। তাহাদের দেখিয়াও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in