স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষার অর্থ কতকগুলি শব্দ শেখা নয়, শিক্ষা বলতে
স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শনসম্পাদনা : শুভাশিস চৌধুরী ও দীপা বন্দ্যোপাধ্যায়প্রকাশক :দীপা বন্দ্যোপাধ্যায়রাখাল বেণুকলকাতা২২৫.০০ স্বামী বিবেকানন্দের মতে, শিক্ষার অর্থ কতকগুলি শব্দ শেখা নয়, শিক্ষা বলতে ব্যক্তির চরিত্রগঠন এবং তার ইচ্ছাশক্তিকে সদ্বিষয়ে পরিচালিত করা। স্বামীজী অজ্ঞ, অবহেলিত, দরিদ্র ভারতবাসীকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানসিক পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির যে-পথ দেখিয়েছিলেন, তার মূল স্তম্ভ হলো তাঁর শিক্ষাদর্শন। চিন্তানায়ক স্বামীজীর শিক্ষাচিন্তার প্রচার ও প্রয়োগ ব্যতীত আজও নিদ্রিত ভারতের প্রকৃত জাগরণ সম্ভব নয়। সেই চিন্তা থেকেই স্বামীজী-প্রদর্শিত শিক্ষা-ভাবনাকে জনমানসে ব্যাপ্ত করার উদ্দেশ্যে এই গ্রন্থ-বিনির্মাণের প্রয়াস। গ্রন্থে সন্নিবিষ্ট নিবন্ধগুলিতে তাঁর অভিনব শিক্ষা-সংজ্ঞা, নারীশিক্ষা, বর্তমান ভারতের প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলি যথাযথভাবে আলোচিত হয়েছে। স্বামী সুপর্ণানন্দ, মনোতোষ দাশগুপ্ত, সুস্মিতা ঘোষ, শক্তিপ্রসাদ মিশ্র, রাইকমল দাশগুপ্ত, বিকাশ সান্যাল প্রমুখ চোদ্দজন বিশিষ্ট লেখক-লেখিকা তাঁদের সুচিন্তিত বিশ্লেষণ উপস্থাপন করেছেন গ্রন্থ-মধ্যে। গ্রন্থটির কাগজ ও মুদ্রণ উৎকৃষ্ট মানের। তবে প্রচ্ছদে স্বামী বিবেকানন্দের আলোকচিত্রটি মূল ছবির ‘মিরর ইমেজ’ হয়ে যাওয়া কাঙ্ক্ষিত ছিল না।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
