বর্তমান প্রযুক্তি-নির্ভর যুগেও পত্রিকার প্রকাশে যে সৃষ্টিশীল ভাবনা দেখা যায় তা খুবই

স্বর ও বর্ণচৈত্র ১৪৩০সম্পাদক : অনির্বাণ মৈত্র ও অমিত মণ্ডলপ্রকাশক : স্বর ও বর্ণswarobarna@gmail.com৩০০.০০ বর্তমান প্রযুক্তি-নির্ভর যুগেও পত্রিকার প্রকাশে যে সৃষ্টিশীল ভাবনা দেখা যায় তা খুবই আশার কথা। তেমনই এক পত্রিকা স্বর ও বর্ণ। দ্বিতীয় সংখ্যার ভাবনায় সে অনেক প্রাজ্ঞ। এই সংখ্যার বিশেষ আকর্ষণ রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমাদেবীকে নিয়ে করা বিশেষ ‘ক্রোড়পত্র’। এই বিভাগের আলোচনায় উঠে এসেছে প্রতিমাদেবীর জীবন ও কর্ম, তাঁর শিল্পীসত্তা, রবীন্দ্রনৃত্যে তাঁর অবদান সম্পর্কিত বিভিন্ন বিষয়।ক্রোড়পত্র ছাড়াও এই সংখ্যার ‘বিশেষ সংযোজন’ অংশে রয়েছে রবীন্দ্রনাথ ও প্রতিমাদেবীকে নিয়ে বেশ কিছু রচনা। এই ভাগেই রয়েছে প্রতিমাদেবীর ‘মুখোশ নৃত্য’ নামক দুর্লভ লেখাটি। ‘প্রবন্ধ’ বিভাগে মানবেন্দ্র মুখোপাধ্যায় আলোচনা করেছেন শান্তিনিকেতনের পৌষমেলার গুরুত্ব, অবদান ও বিবর্তন নিয়ে। এই পর্বে অর্ঘ্যদীপ্ত কর ও সৌভিক দে-র প্রবন্ধ-দুটি অন্য মাত্রা যোগ করেছে। ‘শিল্পকলা’ বিভাগ ‘কথায় অলংকৃত’ করেছেন সুধীররঞ্জন মুখোপাধ্যায়। ‘ভ্রমণ’ অংশে দেশ-বিদেশের ভ্রমণকথার ছবি ধরা আছে। ‘এবারের স্বর’ বিভাগে এ.ডি.এইচ.ডি. নামক এক ব্যাধির প্রসঙ্গ উঠে এসেছে। ক্ষুদ্র পরিসরে চিত্র ও ছবির সংযোজনে যেভাবে সৃষ্টির ডালি সাজিয়ে দিয়েছেন সম্পাদকদ্বয়, তা প্রশংসাযোগ্য। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in