উদ্বোধন-এর গত শ্রাবণ ও ভাদ্র ১৪৩০ সংখ্যায় অপূর্ব পালের ‘যে নদী মরুপথে হারাল ধারা’ লেখাটি পড়লাম। খুব তথ্যভিত্তিক লেখা। বেদের সময়

উদ্বোধন-এর গত শ্রাবণ ও ভাদ্র ১৪৩০ সংখ্যায় অপূর্ব পালের ‘যে নদী মরুপথে হারাল ধারা’ লেখাটি পড়লাম। খুব তথ্যভিত্তিক লেখা। বেদের সময় থেকে শুরু করে রামায়ণ ও মহাভারত-সহ পুরাণের উল্লেখ করে শ্রীপাল সরস্বতী নদীর যে-বর্ণনা করেছেন, তা সত্যি প্রশংসনীয়। দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ ভাদ্র সংখ্যায় তিনি ভূ-বৈজ্ঞানিক তথ্যেরও উল্লেখ করেছেন। এই সংখ্যাটি আমার কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এই কারণে যে, ভাদ্র সংখ্যায় আমার প্রাক্তন সহকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায় তুরস্কে ভূমিকম্প নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। ভূমিকম্পের প্রভাবে ভূ-মানচিত্রে কিরকম পরিবর্তন আসতে পারে তার উৎকৃষ্ট একটা বর্ণনা তিনি দিয়েছেন। এই লেখা-দুটি যেন এক সাথে ছাপার জন্যই তৈরি ছিল! এর জন্য ধন্যবাদ জানাই সম্পাদক মহারাজকে। ভূমিকম্পের কারণ, কীভাবে হয়, কেমন তার স্থায়িত্ব, মাত্রা ও তীব্রতা—সব লেখক জানিয়েছেন। এর পাশাপাশি শ্রীপাল ভূমিকম্পের প্রভাব দেখিয়েছেন সরস্বতী নদীর অবলুপ্তির কারণ হিসাবে। এপ্রসঙ্গে আমি সরস্বতী নদী সম্পর্কে সামান্য কিছু তথ্য জানাতে চাই। সপ্তনদী হিসাবে সিন্ধু (Indus), বিপাশা (Beas), শতদ্রু (Sutlej), ইরাবতী (Ravi), চন্দ্রভাগা (Chenab), বিতস্তা (Jhelum) ও সরস্বতী (Sarsuti) মিলে প্রায় এক লক্ষ বর্গকিলোমিটার বিস্তৃত উপত্যকার সৃষ্টি করেছে। প্রস্তরযুগ (৫৭৩০+৪০ বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩৭৩৬+৪ বছর) থেকে শুরু করে ৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সিন্ধু নদ ও অপর একটি সমান্তরাল নদী আরবসাগর অভিমুখে প্রবাহিত হয়ে আসছিল। সেই সমান্তরাল নদীটি হলো সরস্বতী। কথিত আছে, সরস্বতী গঙ্গার চেয়েও বিশাল ছিল। আর পবিত্রতার দিক দিয়ে এর উল্লেখ প্রায় সব পুরাণগ্রন্থে পাওয়া যায়। এমনকী হরপ্পা (খ্রিস্টপূর্ব ২১০০ থেকে ১৬০০ অবধি) ও মহেঞ্জোদরো (খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ২০০০ অবধি) সভ্যতার সময় সিন্ধুর সাথে সরস্বতীর নাম একত্রে উচ্চারিত হতো। আলেকজান্ডার (খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী) ও নবম শতাব্দীতে আরবের ভারতে প্রবেশের সময় পর্যন্ত সরস্বতী নদী কচ্ছ উপসাগরে (Rann of Kutch) প্রবেশের প্রমাণ পাওয়া যায়। কচ্ছ উপসাগর সেইসময় যথেষ্ট গভীর খঁাড়ি (gulf) ছিল ও জাহাজ চলাচলের উপযুক্ত ছিল। মহাভারতের সময়ে সরস্বতী নদীর উপরিভাগ ভূ-বৈজ্ঞানিক কারণে শুকিয়ে যায় এবং সম্ভবত ঘাগ্গর (Ghaggar) ও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in