বর্ণময় প্রবন্ধমালার আয়োজনে প্রকাশিত হয়েছে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের বার্ষিক পত্রিকার যুগ্ম (২০২১-২০২২) সংখ্যা। সেখানে ইতিহাস,

নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ পত্রিকা বিংশ-একবিংশ যুগ্ম সংখ্যা, ২০২১-২২সম্পা : যজ্ঞেশ্বর চৌধুরীনবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ, নদিয়া ১৫০.০০ বর্ণময় প্রবন্ধমালার আয়োজনে প্রকাশিত হয়েছে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের বার্ষিক পত্রিকার যুগ্ম (২০২১-২০২২) সংখ্যা। সেখানে ইতিহাস, পুরাতত্ত্ব, লোকসংস্কৃতি, চৈতন্যচর্চার মতো বিষয়গুলি প্রকৃতই প্রাধান্য পেয়েছে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সতীশ-চন্দ্র বিদ্যাভূষণ, অক্ষয়কুমার দত্ত, ফকিরচন্দ্র রায়ের মতো বিদগ্ধজনের সামগ্রিক মূল্যায়নের পাশে উঠে এসেছেন প্রবাদপ্রতিম লোকশিল্পী অজিত ঘোষ ও নির্বাক-শিল্পী শঙ্করপ্রসাদ। উপেক্ষিত লোকজীবনের অনুষঙ্গগুলির মধ্যে বঁাদনা পরব বা সহরাই পরবের ওপর আলোকসম্পাত ঘটেছে । ‘ললিতাসখী ও তার সাধনা’ বা ‘পাটুলীর শিক্ষাব্যবস্থা’ বা ‘ভরত জননী কৈকেয়ী—একটি মূল্যায়ন’ প্রবন্ধগুলি বিষয় ও বিন্যাসে ব্যতিক্রমী। মহামারীর অন্ধকার কাটিয়ে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের এই প্রয়াস যেন আলোয় ফেরা। ‘তথ্যের মহামারীর’ যুগে সংস্কৃতির উত্তরাধিকারকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এই আন্তরিক প্রয়াস আজ আরো বেশি প্রয়োজন।  

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in