‘আত্মদীপ’ হতে চেয়েছিলাম
তপ্ত দীপ্ত বহ্নি দহন দলনে করলে ছারখার

‘আত্মদীপ’ হতে চেয়েছিলামতপ্ত দীপ্ত বহ্নি দহন দলনে করলে ছারখারআশার অসার শিখা নিভে গেল পলকে। আশা ছিল—সিন্ধু হবঅজস্র-লহরি বুকে টলমল শিশুর পায়ের মতোখেলে যাব অন্তহীন পারাপারউজ্জ্বল স্বপ্নের আশে আসন বিছিয়েসেধেছি নিরন্তর—সিন্ধু তো দূর অস্ত—বিন্দুও হতে পারিনি।তু-তু, ম্যায়-ম্যায় যত সব সর্বনামের খেলাশুধু যে নামের বদলে সর্বনাম—নামীর দেখা হলো না।দাগ রাখতে গিয়ে দাগি করলাম নিজেকে।বুঝলাম—জীবনে জীবনে যোজন যোজন ব্যবধানমায়া-প্রভঞ্জনে ভাঙল সিংহদুয়ারএখন শুধু সংশপ্তক হয়ে সেধে যাব নিরন্তর।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in