গত ২৬ মে ২০২৫ সারারাত্রিব্যাপী শ্রীশ্রীফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়।
উৎসব-অনুষ্ঠান গত ২৬ মে ২০২৫ সারারাত্রিব্যাপী শ্রীশ্রীফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। ৫ জুন দশহরার দিন স্তোত্রপাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে বাগবাজারে শ্রীশ্রীমায়ের ঘাটে গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১, ১৫ ও ২২ জুন ২০২৫ যথাক্রমে শ্রীশ্রীমায়ের কথা, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী শক্তিময়ানন্দ, স্বামী অধিযজ্ঞানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। গত ২৯ জুন শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ। বিশেষ সংবাদ : গত ২ জুন ২০২৫ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ শ্রীশ্রীমায়ের বাড়ীতে শুভাগমন করেন এবং ৮ জুন পর্যন্ত অবস্থান করে ৪২৪ জন দীক্ষার্থীকে মন্ত্রদীক্ষা প্রদান করেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
