গত ৩০ মে ২০২৫ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা
শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব : গত ৩০ মে ২০২৫ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীমায়ের ১১৬তম পদার্পণ উৎসব উদ্যাপিত হয়। মাতৃসংগীত পরিবেশন করেন স্বামী শুক্লেশানন্দ। শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী শান্তেশানন্দ। ধর্মসভায় সভাপতিত্ব ও গ্রন্থপ্রকাশ করেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী বেদানুরাগানন্দ। ভক্তিগীতি, কালীকীর্তন, ভজন, মায়ের পুঁথি গান ও বাউল গান পরিবেশন করেন যথাক্রমে সৃজন চট্টোপাধ্যায়, স্বামী দুর্গানাথানন্দ, শান্তনু রায়চৌধুরী, স্বামী কল্যাণেশানন্দ ও পুষ্পেন্দু বিকাশ। সারাদিন প্রায় ১৫,০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন ও প্রণাম করে হাতে হাতে খিচুড়ি, মিষ্টি ও ফল প্রসাদ গ্রহণ করেন। মঠ ও মিশনের বিভিন্ন আশ্রম থেকে আগত প্রায় সাড়ে চারশো সন্ন্যাসী ও ব্রহ্মচারী প্রসাদ পান। আবির্ভাবতিথি পালন : গত ২ ও ১২ মে যথাক্রমে শঙ্করাচার্য ও বুদ্ধদেবের আবির্ভাবতিথি উপলক্ষে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী জয়েশ্বরানন্দ। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৪, ১৮ ও ২৫ মে যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, স্বামি-শিষ্য-সংবাদ ও শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী অধিযজ্ঞানন্দ, স্বামী আর্যেশানন্দ ও স্বামী শক্তিময়ানন্দ। গত ১১ মে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
