স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালন : গত ১৪ জানুয়ারি ২০২৩ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। সংগীত পরিবেশন করেন কল্যাণ চট্টোপাধ্যায় ও ভার্গব লাহিড়ী।

স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালন : গত ১৪ জানুয়ারি ২০২৩ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। সংগীত পরিবেশন করেন কল্যাণ চট্টোপাধ্যায় ও ভার্গব লাহিড়ী। স্বামীজীর বাণী ও রচনা থেকে পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ এবং জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ। প্রায় ২৫০০ ভক্ত প্রসাদ পান। আবির্ভাবতিথি পালন : গত ৫, ২৩ ও ২৫ জানুয়ারি ২০২৩ যথাক্রমে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ এবং আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ, স্বামী বিরাগানন্দ ও স্বামী কৃষ্ণনাথানন্দ। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৮, ২২ ও ২৯ জানুয়ারি ২০২৩ যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, শ্রীশ্রীমায়ের কথা এবং শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী বিরাগানন্দ, স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। জাতীয় যুবদিবস পালন : গত ১২ জানুয়ারি ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। এই উপল‌ক্ষে সারদানন্দ হল-এ আয়োজিত সভায় স্বাগত-ভাষণ দেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী কৃষ্ণনাথানন্দ ও তরুণ গোস্বামী। প্রায় ২৫০ জন যুবপ্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in