শ্রীশ্রীমায়ের আবির্ভাবতিথি পালন : গত ১৫ ডিসেম্বর ২০২২ বৈদিক স্তোত্রাদি পাঠ, ভজন, জপযজ্ঞ, সানাই বাদন, শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ ও

শ্রীশ্রীমায়ের আবির্ভাবতিথি পালন : গত ১৫ ডিসেম্বর ২০২২ বৈদিক স্তোত্রাদি পাঠ, ভজন, জপযজ্ঞ, সানাই বাদন, শোভাযাত্রা, বিশেষ পূজা, পাঠ ও আলোচনা, মাতৃসংগীত, কালীকীর্তন, বাউল গান, গ্রন্থপ্রকাশ, ধর্মসভা প্রভৃতির মাধ্যমে মহাসমারোেহ শ্রীমা সারদাদেবীর ১৭০তম আবির্ভাবতিথি উদ্‌যাপিত হয়। ধর্মসভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী দেবরাজানন্দ ও স্বামী আত্মপ্রিয়ানন্দ। এদিন প্রায় ২০,০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন, প্রণাম এবং হাতে হাতে খিচুড়ি, মিষ্টি ও ফল প্রসাদ গ্রহণ করেন। আবির্ভাবতিথি পালন : গত ১ ও ১৯ ডিসেম্বর ভজন, পূজা, আলোচনা প্রভৃতির মাধ্যমে যথাক্রমে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের আবির্ভাবতিথি পালিত হয়। তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। ২৪ ডিসেম্বর যিশুখ্রিস্টের আবির্ভাবদিবসের প্রাক্-সন্ধ্যায় বাইবেল পাঠ করেন ব্রহ্মচারী অমলচৈতন্য, আঁটপুরে স্বামীজীদের ত্যাগব্রতের সংকল্প গ্রহণ বিষয়ে পাঠ করেন স্বামী বীরানন্দ এবং যিশুখ্রিস্টের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী কৃষ্ণনাথানন্দ। গত ২৮ ডিসেম্বর শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে আয়োজিত সভায় ‘স্বামী সারদানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী বেদনিষ্ঠানন্দ। সকালে ভজন, পূজা প্রভৃতি এবং সন্ধ্যায় শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী বিরাগানন্দ। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৪, ১১ ও ১৮ ডিসেম্বর যথাক্রমে শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীশ্রীমায়ের কথা ও শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ পাঠ ও আলোচনা করেন স্বামী বীরানন্দ, স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী ত্র্যম্বকেশানন্দ। বিশেষ অনুষ্ঠান : রামকৃষ্ণ মঠ, বাগবাজারের একটি বিভাগ ‘মা সারদা স্বনির্ভর কেন্দ্র’ ও ‘মা সারদা চ্যারিটেবল ডিস্পেনসারি অ্যান্ড প্যাথলজিক্যাল সেন্টার’কে দি ইন্ডিয়ান এপিক কালচার সেন্টার, কলকাতা ‘বিশ্বনায়ক বিবেকানন্দ এপিক পুরস্কার ২০২২’ প্রদান করেছে। এই উপল‌ক্ষে গত ১১ ডিসেম্বর উদ্বোধন কার্যালয়ের সারদানন্দ হল-এ আয়োজিত সভায় পুরস্কার প্রদান করেন ঐ সেন্টারের সম্পাদক বন্ধনকুমার দত্ত। সভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। প্রধান অতিথির ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। সংগীত...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in