১৯০১ সালে শিলঙে স্বামী বিবেকানন্দের সঙ্গে অসমের চিফ কমিশনার স্যার হেনরি কটনের

[পূর্বানুবৃত্তি : কার্তিক সংখ্যার পর]।।১২।। ১৯০১ সালে শিলঙে স্বামী বিবেকানন্দের সঙ্গে অসমের চিফ কমিশনার স্যার হেনরি কটনের সাক্ষাৎ হয়েছিল। তাঁর উদারতা ও ভারতপ্রীতি প্রসঙ্গে স্বামীজীর মন্তব্য—“শিলং পাহাড়টি অতি সুন্দর। সেখানে অসমের চিফ কমিশনার কটনের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন, ‘স্বামীজী! ইউরোপ ও আমেরিকা বেড়িয়ে এই দূর পর্বতপ্রান্তে আপনি কী দেখতে এসেছেন?’ তাঁর মতো অমন সদাশয় লোক প্রায় দেখা যায় না। আমার অসুখ শুনে সরকারি ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন। সকাল-সন্ধ্যায় আমার খবর নিতেন। সেখানে বেশি লেকচার-ফেকচার দিতে পারিনি; শরীর বড় অসুস্থ হয়ে পড়েছিল।”৩৮৫ স্যার হেনরি কটনের জন্ম ১৩ সেপ্টেম্বর ১৮৪৫ সালে মাদ্রাজের কাছে কুম্ভকোণম শহরে, বাবা জন ও মা সুজান। সম্ভ্রান্ত এই ইংরেজ পরিবারে সেকালের অনেক বিশিষ্ট মানুষ জন্মেছিলেন। গুয়াহাটির বিখ্যাত কটন কলেজ ১৯০১ সালে তিনিই প্রতিষ্ঠা করেন। অসাধারণ ভারতপ্রেমিক হেনরি কটন হোমরুলের সমর্থন, বঙ্গভঙ্গ-সহ বহু ভারতবিরোধী পদক্ষেপের বিরোধিতা করায় তাঁকে অনেক রাজনৈতিক ঝড় সহ্য করতে হয়। নদিয়ার সঙ্গে তাঁরও যোগ রয়েছে। অধস্তন রাজকর্মচারিরূপে তাঁর দ্বিতীয় কর্মক্ষেত্র নদিয়ার চুয়াডাঙা। এখানকার ১৮৭১ সালের সর্বগ্রাসী বন্যার তিনি সাক্ষী। তাঁর নামে এখানে রাস্তাও আছে।৩৮৬ আরেকজন সরকারি আধিকারিকের নাম এখানে উল্লেখ করা যেতে পারে—রমেশচন্দ্র দত্ত (আর. সি. দত্ত)। জন্ম ১৩ অগস্ট ১৮৪৮, বাবা ডেপুটি কালেক্টর ঈশানচন্দ্র, মা থাকমণি। প্রসিদ্ধ মহিলা কবি তরু দত্ত ছিলেন তাঁর আত্মীয়। রমেশচন্দ্রই প্রথম ভারতীয় ডিভিশনাল কমিশনার। ১৮৯৭ সালে চাকরি ছেড়ে তিনি লন্ডনে ভারতীয় ইতিহাস বিষয়ে অধ্যাপনা এবং অর্থনৈতিক-ইতিহাসের ভিত্তিতে ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে গবেষণা করেন। তাঁর এই গবেষণাপত্র আজও প্রাসঙ্গিক দিঙ্‌নির্দেশ করে। তিনি বঙ্গীয় আইনসভার সভ্য, ভারতের বিকেন্দ্রীকরণ সংক্রান্ত রাজকীয় পর্ষদের সদস্য, ১৮৯৯ সালে জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি ছিলেন। ১৮৯৮ সালে তিনি বরোদা রাজ্যের দেওয়ান-পদ গ্রহণ করেন। সেখানে স্বয়ং মহারাজা তাঁকে শ্রদ্ধায় ‘বাবু দেওয়ান’ বলে সম্বোধন করতেন। এখানেই ৩০ নভেম্বর ১৯০৯ তিনি প্রয়াত হন। বরোদায় তাঁর নামাঙ্কিত রাস্তার ওপরেই রামকৃষ্ণ মিশনের শাখাকেন্দ্রটি অবস্থিত—যেটি স্বামী বিবেকানন্দের বাসধন্য।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in