শ্রীরামকৃষ্ণ কোনোদিনই তথাকথিত ‘সেলিব্রিটি’ হতে চাননি। তবুও দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা তাদের ২৮ মার্চ ১৮৭৫ তারিখের সংখ্যায়

শ্রীরামকৃষ্ণ কোনোদিনই তথাকথিত ‘সেলিব্রিটি’ হতে চাননি। তবুও দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা তাদের ২৮ মার্চ ১৮৭৫ তারিখের সংখ্যায় প্রকাশ করে : “We met one (a sincere Hindu devotee) not long ago, and were charmed by the depth, penetration and simplicity of his spirit.” এরপর ২০ ফেব্রুয়াির ১৮৭৬ তারিখে ঐ পত্রিকাতেই আবার বেরয়—“Ramakrishna, a Hindu devotee known as a Paramahamsa, now living at Dakshineswar, is a remarkable man, and appears to have attained an extraordinary elevation of moral character and spirituality.” শুধুই কি দ্য ইন্ডিয়ান মিরর? এই পত্রিকাটি ছাড়াও তদানীন্তন বেশ কয়েকটি সংবাদপত্রে ঠাকুরকে কেন্দ্র করে অসংখ্য সশ্রদ্ধ রচনা প্রকাশিত হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য দ্য সানডে মিরর, দ্য নিউ ডিসপেনশন, ধর্ম্মতত্ত্ব, সুলভ সমাচার প্রভৃিত। এসব লেখার কথা ঠাকুরের কর্ণগোচর হয়েছিল বটে। প্রতিক্রিয়ায় তিনি কেশবচন্দ্র সেনকে একদিন বলেছিলেন : “আমার নাম কাগজে প্রকাশ কর কেন? বই লিখে, খবরের কাগজে লিখে, কারুকে বড়ো করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে।… আমি মান্যগণ্য হতে চাই না।” ঠাকুরের এই প্রচারবিরোধী মনোভাবের কথা হয়তো শুনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বিখ্যাত ঔপন্যাসিক ও প্রবন্ধকার তো বটেই, তার ওপরে আবার সেসময়ের বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকও। তিনি একবার তাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেট বন্ধু অধরলাল সেনের বাড়িতে আমন্ত্রণ র‌ক্ষা করতে গিয়েছিলেন। দিনটি ৬ ডিসেম্বর ১৮৮৪। সেখানেই শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর সা‌ক্ষাৎ ও কথাবার্তা হয়। কথাবার্তা চলার সময় বঙ্কিমচন্দ্র শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেন : “মহাশয়, আপনি প্রচার করেন না কেন?” উত্তরে শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন : “প্রচার! ওগুলো অভিমানের কথা। মানুষ তো ‌ক্ষুদ্র জীব। প্রচার তিনিই করবেন, তিনি চন্দ্র-সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সা‌ক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না।” ১১ মার্চ ১৮৮৫। শ্রীরামকৃষ্ণ আমন্ত্রিত হয়ে এসেছেন বিখ্যাত নট ও নাট্যকার ভক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। তখন রাত্রি প্রায় নটা। বলরাম বসুর বাড়ি থেকে সরাসরি এখানে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in