জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগের সমন্বয়ে গঠিত

পুণ্যব্রতে পূর্ণযোগী স্বামী আত্মস্থানন্দ (২ খণ্ড)সম্পাদনা : ডঃ পূর্বা সেনগুপ্তপ্রকাশক : স্বামী আত্মস্থানন্দ জন্মশতবার্ষিকী কমিটি৯১/১ সাদার্ন এভিনিউকলকাতা-২৯৮০০.০০ (প্রতি খণ্ড) জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগের সমন্বয়ে গঠিত জীবনকে স্বামী বিবেকানন্দ বলেছেন—‘শ্রীরামকৃষ্ণ-মুষায় দ্রুত হওয়া’। রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জীবনে ছিল এই চার যোগের এক অপূর্ব সংমিশ্রণ। আলোচ্য গ্রন্থটি সেই অসাধারণ জীবন নির্মাণ ও বিকাশের এক অনুপম আলেখ্য। একদিকে যেমন এতে প্রদীপ্ত হয়ে উঠেছে মহারাজের চতুর্যোগ-সমন্বিত ব্যক্তিজীবন, অন্যদিকে উন্মোচিত হয়েছে সংঘরূপ সমষ্টিজীবনের বহু অশ্রুত ইতিহাস। দুই খণ্ডে প্রকাশিত এই গ্রন্থের প্রথম খণ্ডে সন্নিবেশিত হয়েছে মহারাজের সাধনাময় জীবনের একটি সংক্ষিপ্ত চালচিত্র, যেখানে একজন পূর্ণযোগীর পুণ্যব্রত সাধনের ইতিহাস উপস্থাপিত। এরই সঙ্গে নিবেদিত মহারাজের পূতসান্নিধ্যে আসা বহু সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও ভক্ত-অনুরাগীর স্মৃতিচারণা। তাঁদের কলমে একদিকে যেমন ধরা পড়েছে মহারাজের তপস্যাপূত জীবন, অন্তর্নিহিত প্রজ্ঞা, নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ ও তেজস্বী মনোভাব, কর্তব্যনিষ্ঠা, সাংগঠনিক কুশলতা—অন্যদিকে তেমনই উন্মোচিত হয়েছে তাঁর দরদি মন ও অপরিসীম হৃদয়বত্তা। বিশেষ করে গুজরাটের ধনেটি ও অন্যান্য স্থলে তাঁর ত্রাণকার্যের যে তথ্যসমৃদ্ধ স্মৃতিচিত্র উল্লিখিত, তা শুধুমাত্র তাঁর ‘বহুজনহিতায় বহুজনসুখায়’ ভাবের পরিচায়ক নয়, রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নথিও বটে। গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি ছয়টি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে সংকলিত মহারাজের রচিত বিভিন্ন প্রবন্ধে ফুটে উঠেছে তাঁর সাধনসঞ্জাত প্রজ্ঞা ও দার্শনিক দৃষ্টিভঙ্গি। বিশেষত শ্রীরামকৃষ্ণের পরধর্মসহিষ্ণুতা ও ধর্মসমন্বয় সম্বন্ধে তাঁর লেখনী ঐ বিষয়ে এক সুস্পষ্ট ধারণা প্রদান করে। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে স্বীয় গুরু স্বামী বিজ্ঞানানন্দজী ও স্বামী অভেদানন্দজীকে দর্শনের অমূল্য স্মৃতি, বিরজানন্দজীর দীর্ঘদিন সেবা ও সঙ্গলাভের কথা এবং বহু প্রাচীন সাধুর প্রসঙ্গ—যেখানে মঠের প্রথম প্রজন্মের সন্ন্যাসীদের জীবন ও ভাবনা, প্রাচীন বেলুড় মঠ ও তার কার্যধারা ইত্যাদির এক অনুপম চিত্র অঙ্কিত। তৃতীয় অধ্যায়ে সংযোজিত হয়েছে মহারাজের বক্তৃতা, আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন আলোচনা ও সাক্ষাৎকার। সেখানে তাঁর হৃদয় ও মনীষার গভীর প্রতিফলনস্বরূপ কথাগুলি আজও সমভাবে প্রাসঙ্গিক এবং প্রেরণাপ্রদ। মহারাজের ব্যক্তিগত দিনলিপি ও মায়াবতীর ডায়েরির কিছু অংশ চতুর্থ অধ্যায়ে অন্তর্ভুক্ত। এগুলি সংঘের ইতিহাসকে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in