আমাদের স্থূলবিচার বলে—স্বামীজী একবার নয়, একাধিকবার পুরীতে এসেছেন। অন্তত

[পূর্বানুবৃত্তি : শ্রাবণ সংখ্যার পর]।।২।। আমাদের স্থূলবিচার বলে—স্বামীজী একবার নয়, একাধিকবার পুরীতে এসেছেন। অন্তত দিব্যশরীরে সূ‌ক্ষ্মপথে ঠাকুরেরই মতো করেছেন তীর্থদর্শন। তাছাড়া পুরী সংক্রান্ত কোনো গ্রন্থ তিনি নিশ্চয়ই পাঠ করেছিলেন; কেননা স্বামী গম্ভীরানন্দের লেখা যুগনায়ক বিবেকানন্দ-এর দ্বিতীয় খণ্ডে পাচ্ছি—স্বামীজী ইউরোপ ভ্রমণকালে পম্পেই নগরীর প্রাচীরচিত্র ও প্রস্তরমূর্তিতে অনেক ধর্মীয় প্রতীকের সঙ্গে পুরীর মন্দিরগাত্রে খোদিত মূর্তিগুলির সাদৃশ্য দেখে চমকিত হয়েছিলেন।১১ প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৯৫ সালে মাদ্রাজ থেকে প্রকাশিত Account of the Temple of Jagannath “Lord of the World” at Puri গ্রন্থটি রাজেন্দ্রলাল মিত্র উৎসর্গ করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তাঁর প্রাচ্য ও পাশ্চাত্যের অনুরাগিবৃন্দকে। হরি মহারাজ পুরীধামে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একসময় কোমায় চলে যান। ডাক্তাররা আশা ছেড়ে দেন, সেবকরা শেষ মুহূর্তের প্রতী‌ক্ষারত। হরি মহারাজ ঐ অবস্থায় প্রথমে অনেক সাধুসন্ত ও দেবদেবীর দর্শন পেলেও মৃত্যুমুখ থেকে ফিরে এসে বলেন—প্রাণের সাথে এক শক্তির ‘tug of war’ চলছে, এমন সময় স্বামীজী এসে বলছেন : “হরিভাই, কোথায় যাচ্ছ? এখন ত সময় হয় নি।” ১৯৩২-এ বেলুড় মঠে মহাপুরুষ মহারাজ যোগীন মহারাজের প্রসঙ্গক্রমে বলেন : “আহা, তার কী সুন্দর চোখ ছিল! ঠাকুর বলতেন—‘অর্জুনের চোখের মতো।’ স্বামীজী বলতেন—‘যেন জগন্নাথের চোখ!’ যোগীন খুব ধ্যান করত—চোখ সবসময়ই লাল হয়ে থাকত।”১২ পুরী-অভিমুখী পশ্চিমদিক থেকে আগতরা যেমন লোকনাথঘাট হয়ে আসতেন, উত্তরের তৎকালীন একমাত্র রাস্তা আঠারোনালায় একসময় ছিল তীর্থকর।১৩ ১৮৮৮ সালে প্রথমবার রাজা মহারাজ, যোগেন মহারাজ কটক থেকে এই পথে গোযানে আসেন; সঙ্গে শ্রীমা, যোগীন-মা ও তাঁর জননী, গোলাপ-মা ও ল‌ক্ষ্মীদিদি। যদিও “সব কালই কাল। ভগবানকে দর্শন করলে অকালও কাল হয়ে যায়। ভগবান—তিনি চিরমঙ্গলময়”১৪ তবুও সেবারে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বামী সারদানন্দজী স্বয়ং সমস্ত রাত্রি গাড়ি হাঁকিয়েছিলেন এবং সকালে শ্রী‌ক্ষেত্রে পৌঁছে অবিলম্বে সকলে জগন্নাথ-দর্শনে যান; কেননা সেসময় দর্শন না হলে পরে অকাল পড়ে যেত।১৫ বিগত বছরে প্রথম আগমনের সুযোগ ও অভিজ্ঞতালাভ এবারে শরৎ মহারাজকে নবাগত দলটির পথ-পরিচয় প্রদানে সাহায্য করে থাকবে। তেমনি অনুমেয়—যোগেন মহারাজ একবারমাত্র এই তীর্থসেবায় সকল দ্রষ্টব্যস্থানে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in