ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেব তাঁর লীলাসংবরণের কিছুদিন পূর্বে একটি অদ্ভুত কার্য নির্বাহ করেছিলেন। সেটি হলো একটি নতুন ধরনের সন্ন্যাসী সংঘের স্থাপনা। ভগবান বুদ্ধদেবের ২৫০০ বছর পরে সম্পূর্ণ নতুন ধরনের একটি সন্ন্যাসী সংঘের সূচনা করা হলো।

Phone PBX: (033) 2654-1144/1180   (033) 2654-9581/9681                         FAX: (033) 2654-4346 EMAIL: mail@rkmm.org Website: www.belurmath.org RAMAKRISHNA MATH (The Headquarters) P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL: 711202 INDIA শুভেচ্ছা ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেব তাঁর লীলাসংবরণের কিছুদিন পূর্বে একটি অদ্ভুত কার্য নির্বাহ করেছিলেন। সেটি হলো একটি নতুন ধরনের সন্ন্যাসী সংঘের স্থাপনা। ভগবান বুদ্ধদেবের ২৫০০ বছর পরে সম্পূর্ণ নতুন ধরনের একটি সন্ন্যাসী সংঘের সূচনা করা হলো। স্বামী বিবেকানন্দ এই ক্ষুদ্র সংঘকে একটি জগদ্ব্যাপী আন্দোলন (Movement)-রূপে বিকশিত করলেন। একটি আন্দোলনের শক্তি ও বৃদ্ধির জন্য তিনটে অঙ্গের প্রয়োজন। এই তিনটি অঙ্গ হলো— কার্য নির্বাহের ভাবাদর্শ, অনুভূতি ও দূরদৃষ্টিসম্পন্ন একজন নেতার নেতৃত্ব এবং একটি প্রতিষ্ঠান বা সংগঠন। রামকৃষ্ণ-ভাবান্দোলন এই তিনটি শর্তই পূরণ করে একটি শক্তিশালী আধ্যাত্মিক আন্দোলনরূপে পৃথিবীব্যাপী বিস্তারলাভ করেছে। রামকৃষ্ণ সংঘের ভাবাদর্শের সামাজিক প্রকাশরূপেই পূজ্যপাদ স্বামী ত্রিগুণাতীতানন্দজী ১৮৯৯ সালের জানুয়ারি মাসে স্বামীজীর অনুপ্রেরণাকে পাথেয় করে উদ্বোধন পত্রিকা প্রকাশ করেছিলেন। পত্রিকাটি একশো পঁচিশ বছরে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে জেনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই বিশেষ সংখ্যার সাফল্যের জন্য শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর পাদপদ্মে আন্তরিক প্রার্থনা জানাই।   (স্বামী ভজনানন্দ) সহাধ্যক্ষ বেলুড় মঠ                                                              ১৫ নভেম্বর ২০২২                                                            

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in