আগামী ১ মাঘ ১৪২৯ স্বামীজীর প্রিয় উদ্বোধন পত্রিকা ১২৫ বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। স্বামীজীর একান্ত আগ্রহ ও উৎসাহে …

Phone PBX: (033) 2654-1144/1180   (033) 2654-9581/9681                                FAX: (033) 2654-4346 EMAIL: mail@rkmm.org Website: www.belurmath.org    RAMAKRISHNA MATH (The Headquarters) P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL: 711202 INDIA শুভেচ্ছা আগামী ১ মাঘ ১৪২৯ স্বামীজীর প্রিয় উদ্বোধন পত্রিকা ১২৫ বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হবে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। স্বামীজীর একান্ত আগ্রহ ও উৎসাহে স্বামী ত্রিগুণাতীতানন্দজীর প্রাণপাত পরিশ্রমের ফসল উদ্বোধন। স্বামী বিবেকানন্দের বহুমুখী ভাবনার এক অন্যতম প্রকাশ এই উদ্বোধন৷ এক ঐশী আশা ব্যক্ত করে শিষ্য শরচ্চন্দ্রকে স্বামীজী বলেছিলেন: “বেদ-বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যাশিক্ষা দিয়ে ব্রাহ্মণ-চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। ‘উদ্বোধন’ কাগজে এইসব লিখে আবালবৃদ্ধবনিতাকে তোল দেখি৷” স্বামীজীর এই বাণী উদ্বোধন-এর চিরকালীন চালিকাশক্তি। রামকৃষ্ণ সংঘজননী শ্রীমা সারদাদেবীর শুভাশীর্বাদ উদ্বোধন-এর পাথেয়। উদ্বোধন ধারাবাহিকভাবে বঙ্গজীবনে ব্যাবহারিক মূল্যবোধ ও রামকৃষ্ণযাপনের যোগসাধন করেছে। স্বামীজী তাঁর ঋষিনয়নে দেখেছিলেন, শ্রীরামকৃষ্ণের পদতলে বসে আগামী ভারত অধ্যাত্ম-বিদ্যা ও প্রায়োগিক বিদ্যায় সকলকে আলোকিত করবে। শাস্ত্রালোচনা, সাহিত্যসেবা, চিত্রকলা, দৈনন্দিন প্রসঙ্গ ইত্যাদি বিবিধ বিষয়ে সমৃদ্ধ হয়ে উদ্বোধন পত্রিকা যেভাবে নিজেকে বিকশিত করে চলেছে, তাতে নিঃসন্দেহে একে স্বামীজীর স্বপ্নপূরণের একটি সোপান বলা যায়। এই ঐহিক ও পারত্রিক লোককল্যাণের চেষ্টাই উদ্বোধনকে অনন্য করে তুলেছে। স্মারকগ্রন্থটি উদ্বোধন-এর পাঠক ও অনুরাগীদের অন্তচেতনাকে সমৃদ্ধতর করে তুলুক, শ্রীশ্রীমায়ের কাছে সর্বান্তঃকরণে এই প্রার্থনা করি।  (স্বামী সুহিতানন্দ)সহাধ্যক্ষ বেলুড় মঠ  ১৫ নভেম্বর ২০২২

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in