কুঁড়ি থেকে গোলাপ যেমন ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে ওঠে এবং তার সৌরভ ছড়ায়, লেখক তেমনই শুরু থেকে এক-একটা পাপড়ি খুলে বাংলা

উদ্বোধন-এর গত পৌষ ১৪৩০ সংখ্যায় সুরেন্দ্র নাথ দে-র লেখা ‘পত্র-পত্রিকা ও লেখ্য বাংলার বিবর্তন’ প্রবন্ধটি বাস্তবিকই এক সুন্দর প্রয়াস। কুঁড়ি থেকে গোলাপ যেমন ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে ওঠে এবং তার সৌরভ ছড়ায়, লেখক তেমনই শুরু থেকে এক-একটা পাপড়ি খুলে বাংলা সাহিত্যের বিবর্তনের দিকগুলি সঠিকভাবেই পাঠককুলের কাছে তুলে ধরেছেন; আর আমরাও ঋদ্ধ হয়েছি, বলতে গেলে মুগ্ধ হয়েছি তঁার কলমের দিন-কাল-শতকের স্রোতস্বিনী ধারায়। বিশেষত রবীন্দ্র-যুগ থেকে স্বাধীনতা-পূর্ববর্তী কালের সাময়িক পত্র সম্বন্ধে আলোচনায় লেখকের চিন্তন ও মূল্যায়নের ব্যাখ্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। বস্তুত, ‘সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি’—প্রমথ চৌধুরীর এই কথাটি যেন লাখ কথার এক কথা! চন্দন বন্দ্যোপাধ্যায়আলমবাজার, কলকাতা-৩৫

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in