ইংল্যান্ডে পৌঁছালেন রবীন্দ্রনাথ ঠাকুর। উঠলেন

৫ জুন ১৯২০। ইংল্যান্ডে পৌঁছালেন রবীন্দ্রনাথ ঠাকুর। উঠলেন কেনসিংটন প্যালেস ম্যানসন হোটেলে। কবির সেটি পঞ্চম বিলেত-সফর। সেদেশে বন্ধুবান্ধব, গুণগ্রাহীর সংখ্যা যথেষ্ট। তাছাড়া রবীন্দ্রনাথ তখন শুধু ভারতীয় কবি নন, নোবেলজয়ী সাহিত্যিক। পূর্ব থেকে পশ্চিম—সর্বত্র তাঁর খ্যাতি। মানুষ তাঁর কথা জানতে চায়, তাঁকে দেখতে চায়। লন্ডনও ব্যতিক্রম নয়। লোকজনের যাতায়াত শুরু হলো কবির কাছে। কিন্তু কোথাও যেন ছন্দপতনের ইঙ্গিত। রবীন্দ্রজীবনীতে উল্লেখ রয়েছে—“বন্ধুবান্ধবরা দেখা করিতে আসিলেন, সামাজিক ভোজ-মজলিশ যথারীতি চলিতে শুরু করিল। কিন্তু পরিচিতদের মধ্যে পূর্বের সে হৃদ্যতা এবার পাইতেছেন না—সবই যেন ভাসা ভাসা, ইহা সকলেই অনুভব করিতেছিলেন।” কেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ। ‘এই প্রত্যাখ্যানের অপমান রাজভক্ত ইংরেজ ভুলিতে পারে নাই’১—এমনটাই অনুমিত ঐ গ্রন্থে। এই সময় কবির সঙ্গে দেখা করতে এলেন এক শিল্পী। আগন্তুক সেসময় ইংল্যান্ডের বাসিন্দা, যদিও জন্ম রাশিয়ায়। কবিকে দেখালেন ছবি। নানা বিষয়ে আলোচনা হলো। শিল্পীর সঙ্গে এসেছিলেন তাঁর দুই পুত্র। ছবি দেখে, কথা বলে খুশি রবীন্দ্রনাথ। পশ্চিমি অভ্যাগতদের মধ্যে যে হৃদ্যতার অভাব অনুভূত হচ্ছিল, তা যেন অনেকটাই কেটে গেল। রবীন্দ্র-সমীপে উপস্থিত আন্তরিক সেই রুশ শিল্পীর নাম নিকোলাস রোয়েরিখ।২ বিলেত-সফরে পিতার সঙ্গী হয়েছিলেন জ্যেষ্ঠপুত্র রথীন্দ্রনাথ। কবি আর শিল্পীর আনন্দময় সাক্ষাতের বিবরণ রয়েছে তাঁর দিনপঞ্জিতে—“বাবাকে দেখানোর জন্য রোয়েরিখ্ তাঁর ছবির একটি অ্যালবাম এনেছিলেন—তাঁর জয়ন্তী উপলক্ষে রোয়েরিখের বন্ধু-বান্ধবেরা এই অ্যালবামটি ছাপিয়েছেন। চমৎকার ছবিগুলো, প্রতীচ্যের চিত্রকলায় এ-সব ছবির জুড়ি মেলা ভার। ছবি দেখে বাবা মুগ্ধ হলেন। রোয়েরিখের এক ছেলে লন্ডনে সংস্কৃত পড়ছে, আর একজন পড়ছে স্থাপত্যবিদ্যা। আগামী সেপ্টেম্বরে রোয়েরিখ্‌ সপরিবারে ভারতে যাচ্ছেন। চমৎকার লোক এঁরা—সহজ সরল অমায়িক। বিলিতি সাহেবদের মধ্যে যে একটা উগ্র কাঠিন্যের ভাব আছে, এঁদের মধ্যে তার একান্তই অভাব। এঁদের সঙ্গে আরো অন্তরঙ্গ পরিচয় হলে আমরা খুশি হব।”৩ হ্যাঁ, অন্তরঙ্গতা হয়েছিল। নিকোলাস রোয়েরিখ আমৃত্যু ছিলেন রবীন্দ্র-অনুরাগী। পত্র-বিনিময় চলত। তাছাড়া রোয়েরিখদের সঙ্গে একপ্রকার বৈবাহিক সম্বন্ধও তৈরি হয় ঠাকুর পরিবারের।৪ নিকোলাস রোয়েরিখ অঙ্কিত ‘ভগবান’ চিত্রসৌজন্য : ভারত কলা ভবন, বারাণসী তবে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in