বাণীবিশারদ বাল্মীকি মহামুনি
সং‌ক্ষেপে নারদমুখে শুনি রামায়ণ

[পূর্বানুবৃত্তি : কার্তিক ১৪৩২ সংখ্যার পর]।।৩।। দ্বিতীয় সর্গক্রৌঞ্চবধ—বাল্মীকির প্রতিব্রহ্মার আদেশ: বাণীবিশারদ বাল্মীকি মহামুনিসং‌ক্ষেপে নারদমুখে শুনি রামায়ণসশিষ্য করিলেন তাঁহারে বন্দন।সমুচিত লভি পূজা দেবর্ষি নারদবাল্মীকির অনুজ্ঞা লইয়াযান চলি স্বর্গ-পথ দিয়া।দেবলোকে তিরোহিত হইলে নারদমুহূর্ত্তেক রহিয়া বাল্মীকিভাগীরথী সন্নিহিত তমসার তীরেশিষ্যে লয়ে করেন গমন।গিয়া তমসার তটেঅকর্দ্দম তীর্থ হেরিপার্শ্বস্থিত শিষ্যেরেকহিলেন হেন :“ভরদ্বাজ! রমণীয় প্রসন্নাম্বু অকর্দ্দম তীর্থ এইদেখিছ কেমনসৎ মনুষ্যের মন বিমল যেমন।কলস রাখিয়া বৎসদাও মোরে বল্কল বসনপবিত্র তমসা নীরে করিবারে স্নান। ভরদ্বাজ গুরুসেবাপরায়ণপাইয়া আদেশদিলেন বাল্মীকি করেবল্কল বসন।নিয়তেন্দ্র ভগবান মহর্ষি বাল্মীকিবল্কল লইয়া করেবিপুল অরণ্য মাঝে করি পদার্পণচারিধারে সুগভীর বনশোভা হেরিতে হেরিতেকরেন ভ্রমণ।কলকণ্ঠ ক্রৌঞ্চমিথুনহেরিলেন বনমাঝেসুখে তারা করে বিচরণ।হেনকালে নিষাদ নির্দয়আসি সেথা পাপাশয়ক্রৌঞ্চ ক্রৌঞ্চীর মাঝেঅকারণ ক্রৌঞ্চেরেই করিল নিহত।নেহারি ক্রৌঞ্চেরে হততাম্রশীর্ষ শোণিতাক্ত কামোন্মত্ত বিস্তার প‌ক্ষেতেসেথা ভূলুণ্ঠিত,নিকটে তাহারসকরুণ ভাবে ক্রৌঞ্চী কঁাদিছে দেখিয়াকরুণায় বিগলিত হিয়াধর্ম্মাত্মা বাল্মীকিহেনকার্য্য নিতান্তই অধর্ম্ম ভাবিয়াকহিলেন হেন :“রে নিষাদ!ক্রৌঞ্চমিথুন মাঝেকামবিমোহিত ক্রৌঞ্চেরে যখনকরেছিস বধরহিবি বঞ্চিত পেতে চিরতরে প্রতিষ্ঠা সম্পদ।”বাল্মীকি অবশেষে কহি এইরূপবারবার চিন্তা তাঁর হইল উদয় :“বিহঙ্গের শোকে আমি শোকার্ত্ত হইয়াকহিলাম এ কি?”মহাপ্রাজ্ঞ মতিমান মহর্ষি বাল্মীকিস্থির চিত্তে ভাবিকহিলেন শিষ্যে তবে :“পাদবদ্ধ সম‌ক্ষর তন্ত্রী লয়ে গীতযোগ্য যাহামোর হেন শোকাবেগে হইল উদয়‘শ্লোক’ নামে চিরতরেখ্যাত তাহা এ ভূধরে রহিবে নিশ্চয়।”শিষ্য ভরদ্বাজ অতীব সন্তোষেমানিলেন গুরুবাক্য।অভিষেকি বিধিমতে তীর্থভূমিটিরেকরি স্নান চিন্তাকুল মহর্ষি বাল্মীকিপূর্ণকলসবাহী শিষ্যেরে লইয়াঅন্তরে রাখিয়া চিন্তাআশ্রমেতে গিয়ানানা উপদেশগাথা কহিলেন সবে।হেনকালে লোককর্ত্তা চতুর্মুখ ব্রহ্মা পিতামহবাল্মীকির দর্শন মানসেআসিলেন সেথা।বাল্মীকি সহসা হেরিয়া ব্রহ্মারেপরম বিস্ময়েকরি গাত্রোত্থানবদ্ধাঞ্জলি প্রযত রহিয়াপ্রণামান্তে তাঁহারে তখনপাদ্য, অর্ঘ্য প্রদানি আসনযথাবিধি করেন বন্দন।কুশল জিজ্ঞাসি ব্রহ্মাসমাসীন হইয়া আসনেলভিয়া অর্চ্চনাবাল্মীকিরে বসালেন অনুমতি দিয়া।বাল্মীকি মহামুনিকরিয়া স্মরণপাপাত্মা নিষাদকৃত অকারণ ক্রৌঞ্চের হননবারবার রহিলেন শোকেতে মগন।অনুধ্যানে মহামুনি অতিমগ্ন হয়েবাণীকণ্ঠ পুরেব্রহ্মার সমীপেপুনরায় গাহিলেন শোকপরায়ণ শ্লোকগাথা তাঁরসুমধুর গীতিছন্দ সুরে।শুনি ব্রহ্মা স্মিত হাস্যেকহিলেন তাঁরেহে ব্রাহ্মণ!তব কণ্ঠ হতে যে বাণী হয়েছে নিঃসৃতচতুষ্পাদবদ্ধ বাক্য তব হবে ‘শ্লোক’ জানি;বিচারণা করো না তাহার।মোর অভিপ্রায়েতব মুখ হ’তেবিনির্গত হয়েছেন বাণী!হে ঋষিপ্রবর!ধী-শক্তি সম্পন্ন সেই ধর্ম্মাত্মা শ্রীরামলোক অভিরামরম্য তার নাম এবে করি উচ্চারণএই বাণী-ছন্দ দিয়াবিবরণ তাঁর কর হে বর্ণন!শ্রীরাম চরিত যাহা বর্ণিলেন মহর্ষি নারদশুনিয়াছ তাঁর কাছেএবে বুদ্ধিরত রহিআখ্যান তাঁহার...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in