গত ১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল সাড়ে তিনটায় রামকৃষ্ণ মিশনের ১১৬তম বার্ষিক

রামকৃষ্ণ মিশনের ১১৬তম বার্ষিক সাধারণ সভা গত ১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল সাড়ে তিনটায় রামকৃষ্ণ মিশনের ১১৬তম বার্ষিক সাধারণ সভা বেলুড় মঠে অনুষ্ঠিত হয়। এই সভায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ রামকৃষ্ণ মিশনের ২০২৪-২৫ অর্থবর্ষের কার্যবিবরণী বিষয়ে মিশনের পরিচালন সমিতির প্রতিবেদন উপস্থাপন করেন। এই প্রতিবেদনের সং‌ক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ : পুরস্কার ও সম্মান ক) National Mission on Natural Farming (কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়) কর্তৃক চালু হওয়া একটি মুখ্য কর্মসূচির অধীনে সমগ্র দেশের আরো চারটি প্রতিষ্ঠানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের ডিম্‌ড বিশ্ববিদ্যালয় RKMVERI Centers of National Farming শুরু করার জন্য নির্বাচিত হয়ে জাতীয় স্বীকৃতি লাভ করেছে।খ) কোয়েম্বাতুরের কলেজ অব এডুকেশন ও বেলুড় মঠের শি‌ক্ষণমন্দির National Assessment and Accreditation Council (NAAC) কর্তৃক A+ গ্রেড লাভ করেছে।গ) মিশন-পরিচালিত নিম্নলিখিত কলেজগুলি ভারত সরকারের শি‌ক্ষা মন্ত্রণালয়ের অধীনে The National Institutional Ranking Framework (NIRF) কর্তৃক ঘোষিত জাতীয় ক্রমানুসারে উল্লেখযোগ্য স্থানলাভের গৌরব অর্জন করেছে—বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহড়া ৩য় স্থান; বিদ্যামন্দির রেসিডেন্সিয়াল কলেজ, বেলুড় মঠ ১৭তম স্থান; নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজ, কলকাতা ২৪তম স্থান এবং আর্টস ও সায়েন্স কলেজ, কোয়েম্বাতুর ৮২তম স্থান।ঘ) রাঁচি মোরাবাদি আশ্রমের দিব্যায়ন কৃষিবিজ্ঞান কেন্দ্র স্থানীয় দুটি সুগন্ধি চাল তৈরি করার জন্য The Indian Council of Agricultural Research (ICAR) কর্তৃক স্বীকৃতি ও শংসাপত্র লাভ করেছে।ঙ) হংকঙের The World Sports Yoga Federation, Kowloon-এর কাছ থেকে কোয়েম্বাতুরের মারুতি কলেজ অব ফিজিক্যাল এডুকেশন The Yoga World Record Certificate ও Institution of Excellence Award লাভ করেছে।চ) ত্রিপুরা রাজ্য সরকার আগরতলার বিবেকনগর বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার প্রদান করেছে।ছ) কেরালার কোজিকোড়ের জওহরলাল নেহেরু কালচারাল সোসাইটি কোজিকোড় বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার প্রদান করেছে।জ) ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের Department of Scientific and Industrial Research (DSIR) বেলুড় মঠের বিদ্যামন্দির আবাসিক কলেজকে Scientific and Industrial Research Organisation (SIRO) স্বীকৃতি প্রদান করেছে।ঝ) ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন উপল‌ক্ষে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের সর্বজনীন মন্দিরের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in