রামকৃষ্ণ মিশনের 113তম বার্ষিক সাধারণ সভা রবিবার, 18 ডিসেম্বর 2022, বেলা 3.30টায় বেলুড় মঠে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ 202122 আর্থিক বছরে রামকৃষ্ণ মিশন পরিচালনা সমিতির কাজের ওপর প্রতিবেদন (রিপোর্ট) উপস্থাপন করেন। প্রতিবেদনের একটি সারসংক্ষেপ এখানে দেওয়া হলো:

রামকৃষ্ণ মিশনের 113তম বার্ষিক সাধারণ সভা রামকৃষ্ণ মিশনের 113তম বার্ষিক সাধারণ সভা রবিবার, 18 ডিসেম্বর 2022, বেলা 3.30টায় বেলুড় মঠে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ 202122 আর্থিক বছরে রামকৃষ্ণ মিশন পরিচালনা সমিতির কাজের ওপর প্রতিবেদন (রিপোর্ট) উপস্থাপন করেন। প্রতিবেদনের একটি সারসংক্ষেপ এখানে দেওয়া হলো: (1) পুরস্কার এবং স্বীকৃতি : (ক) ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) পাঁচ বছরের জন্য বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজকে (পশ্চিমবঙ্গ) A++ গ্রেড এবং নরেন্দ্রপুর আবাসিক কলেজকে (পশ্চিমবঙ্গ) A+ গ্রেড দিয়েছেন।(খ) রামকৃষ্ণ মিশনের চারটি ডিগ্রি কলেজ ভারতের 2021 র‍্যাঙ্কিং-এ বিশিষ্ট স্থান অর্জন করেছে, যা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF), শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের দ্বারা ঘোষিত হয়েছে: বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজ (পশ্চিমবঙ্গ)—5ম স্থান; রহড়া বিবেকানন্দ সেন্টিনারি কলেজ (পশ্চিমবঙ্গ)—15তম স্থান; নরেন্দ্রপুর আবাসিক কলেজ (পশ্চিমবঙ্গ)—21তম স্থান এবং কোয়েম্বাতুর কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স (তামিলনাড়ু)—4৪তম স্থান।(গ) বিবেকনগর, আগরতলা (ত্রিপুরা)-র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি ‘সাইবার স্মার্ট স্কুল' হিসাবে নীতি আয়োগ (NITI Aayog) ভারত সরকার দ্বারা প্রত্যয়িত হয়েছে। (2) নতুন শাখাকেন্দ্র : (ক) রামকৃষ্ণ মিশনের নতুন শাখাকেন্দ্র চালু হয়েছে পশ্চিমবঙ্গ (কৃষ্ণনগর, নবদ্বীপ ও সোমসার) এবং অসমে (ডিগবয়)।(খ) রামকৃষ্ণ মঠের নতুন শাখাকেন্দ্র চালু হয়েছে গুজরাট (আহমেদাবাদ), কর্ণাটক (মাদিহাল্লি) এবং তামিলনাড়ুতে (থাঞ্জাভুর)। (3) ভারতে কার্যক্রম: রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ তাদের 216টি ভারতীয় শাখাকেন্দ্র এবং উপকেন্দ্রের মাধ্যমে নিম্নলিখিত বিবরণ অনুসারে বিভিন্ন পরিষেবার জন্য 943.18 কোটি টাকা ব্যয় করেছে। সেক্টরের নাম উপকৃত ব্যক্তির সংখ্যা (লাখে) খরচ করা পরিমাণ (কোটি টাকায়)ত্রাণ ও পুনর্বাসন 15.95 26.20সাধারণ কল্যাণ 24.77 27.62চিকিৎসা 57.09 337.75শিক্ষা-সংক্রান্ত 2.61 451.44গ্রামীণ উন্নয়ন 29.80 87.16সাহিত্য প্রকাশন 13.01 মোট 943.18 (4) ভারতের বাইরে কার্যকলাপ: (ক) রামকৃষ্ণ মঠের একটি অধিভুক্ত শাখা নিউজিল্যান্ডের অকল্যান্ডে চালু হয়েছে।(খ) রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ বর্তমানে ভারতের বাইরে 24টি দেশে অবস্থিত তাদের 97 টি অধিভুক্ত ও উপ-অধিভুক্ত শাখার মাধ্যমে বেদান্তের দর্শন প্রচারে এবং বিভিন্ন সেবামূলক কার্যে নিযুক্ত আছে।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in