গত ৬ জুন ২০২৫ ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন, নিউ টাউন : গত ৬ জুন ২০২৫ ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এই লাইব্রেরিতে ১,০০০ মুদ্রিত টেক্সট বুক ও ৬,০০০ ই-বুক রয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রম, বেলাগভি : গত ৮ জুন ২০২৫ এই কেন্দ্রের রজতজয়ন্তী (২০০০—২০২৫) উৎসব পালিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মঠ, চণ্ডীপুর : গত ১৮ জুন ২০২৫ মন্দিরে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর নতুন প্রতিকৃতি স্থাপন করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই দিনে তিনি নবনির্মিত চিকিৎসালয় এবং কৃষিবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের জন্য নির্মিত ‘অদ্বৈতানন্দ ভবন’ (হস্টেল-কাম-গেস্ট হাউস)-এর দ্বারোদ্ঘাটনও করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কাঁথি : গত ২০ জুন ২০২৫ নবনির্মিত ‘অভেদানন্দ সভাগৃৃহ’-এর দ্বারোদ্ঘাটন করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। নতুন কেন্দ্র স্থাপন ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ফালাকাটা শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমকে অধিগ্রহণ করে গত জুন ২০২৫ রামকৃষ্ণ মিশনের একটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, Ramakrishna Sarani, Falakata, Dist. Alipurduar, West Bengal 735211, Ph. no. : 93324 42690, email. : falakata@rkmm.org বহির্ভারত রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, সাও পাওলো, ব্রাজিল : গত ১২-১৩ এপ্রিল ২০২৫ বিশেষ পূজা, ভক্তিগীতি, ধ্যান, আন্তর্ধর্ম আলোচনা, ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে আশ্রমের রজতজয়ন্তী (১৯৯৯—২০২৪) উৎসবের সমাপ্তিপর্ব উদ্যাপিত হয়। ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত মাননীয় সুরেশ কে. রেড্ডি, ভারতের কনসাল জেনারেল মাননীয় হংসরাজ সিং ভার্মা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগদান করেন। এদিন পর্তুগিজ ভাষায় দি গসপেল অব শ্রীরামকৃষ্ণ-এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। বেদান্ত সোসাইটি অব নর্দার্ন ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ইউ.এস.এ. : গত এপ্রিল ২০২৫ এই কেন্দ্রের ১২৫তম (১৯০০—২০২৫) বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। ১৪ এপ্রিল নবনির্মিত মন্দিরে এই কেন্দ্রের সূচনাপর্বে গৃহীত স্বামী বিবেকানন্দের আলোকচিত্রটি স্থাপন করা হয়। ২৬ এপ্রিল ঐতিহাসিক শান্তি আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বিশেষ পূজা, ভজন, আলোচনা প্রভৃতির আয়োজন করা হয়। সারা আমেরিকা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
