রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১ মে ২০২৫ রামকৃষ্ণ মিশনের ১২৯তম প্রতিষ্ঠাদিবস পালিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ সভায় সভাপতিত্ব করেন ও আশীর্বাণী প্রদান করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ ও আরো কয়েকজন ভাষণ প্রদান করেন। প্রায় ১৫০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশন, শ্যামসায়র, বর্ধমান : গত ৬ এপ্রিল ২০২৫ শ্রীরামকৃষ্ণদেবের নতুন মর্মরমূর্তি প্রতিষ্ঠা করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, ভক্তিগীতি ও জনসভা অনুষ্ঠিত হয়। ১৩০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং বহু ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মঠ, রাজারহাট বিষ্ণুপুর : গত ৮ এপ্রিল ২০২৫ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ।রামকৃষ্ণ মঠ, কামারপুকুর : গত ২—৪ মে ২০২৫ বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীহোম, শোভাযাত্রা, জনসভা, নাটক, ভক্ত ও যুব সম্মেলন প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ-মন্দিরের ৭৫তম বর্ষপূর্তি উৎসব পালিত হয়। বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। এই কেন্দ্রের ইতিহাস-সম্বলিত গ্রন্থ হৃদয়পুর কামারপুকুর, ‘পিকটোরিয়াল ক্যানশেলেশন (পোস্টমার্ক)’-সহ একটি বিশেষ ‘পোস্টাল কভার’ এবং মন্দির বিষয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়। নতুন মঠকেন্দ্র ২০২৩ সালে অধিগৃহীত এবং বেলুড় মঠের সরাসরি তত্ত্বাবধানে থাকা ‌উপকেন্দ্র রামকৃষ্ণ মঠ, বস্তিকে একটি স্বয়ংসম্পূর্ণ শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Math, Vill. Bhuwanpur, P.O. Kothwa, Block Bahadurpur, Tehsil Sadar, Dist. Basti, Uttar Pradesh 272 124, Ph. no.70680 77687 & 82729 64605 ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সারদা ট্রাস্ট, কোনামপট্টি-কে অধিগ্রহণ করে রামকৃষ্ণ মঠের একটি নতুন শাখাকেন্দ্রে পরিণত করা হয়েছে। এই উপল‌ক্ষে ৫ ও ৬ এপ্রিল ২০২৫ বিশেষ পূজা, জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কেন্দ্রের ঠিকানা: Ramakrishna Math, Sivakasi-Sattur Road, P.O. Chinnakkamanpatti, Konampatti (Sivakasi), Dist. Virudhunagar, Tamil Nadu 626 189, Ph. no. 94890 33155, email : konampatti@rkmm.org ১৯২৬ সালে প্রতিষ্ঠিত কেরালার...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in