১৫ মার্চ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ দাতব্য চিকিৎসালয় ও যোগানন্দ সভাগৃহ
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিলচর : গত ১৫ থেকে ২০ মার্চ ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে শতবর্ষপূর্তি (১৯২৪—২০২৪) উৎসব উদ্যাপিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ, অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডঃ হেমন্ত বিশ্ব শর্মা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৫ মার্চ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ দাতব্য চিকিৎসালয় ও যোগানন্দ সভাগৃহ (অডিটোরিয়াম)-এর দ্বারোদ্ঘাটন করেন। ১৮ মার্চ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ নবনির্মিত শ্রীরামকৃষ্ণ-মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২৫ এপ্রিল ২০২৫ বিবেকানন্দ-মন্দির ও ব্রহ্মানন্দ-মন্দিরের শতবর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত নারায়ণসেবায় সঁাওতাল উপজাতি সম্প্রদায়ের ১০৫ জন মানুষকে তৃপ্তি সহকারে ভোজন করিয়ে উপহার প্রদান করা হয়। রামকৃষ্ণ মঠ, চেন্নাই : গত ২২-২৩ মার্চ ২০২৫ বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীহোম, জনসভা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ-মন্দিরের রজতজয়ন্তী ও দাতব্য চিকিৎসালয়ের শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়। ২২ মার্চ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ চিকিৎসালয়ের নবসংস্কৃত ‘সারদা ডেন্টাল ব্লক’-এর উদ্বোধন করেন। বহু সন্ন্যাসী ও ব্রহ্মচারী, বিশিষ্ট ব্যক্তি এবং হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল : গত ১৭ মে ২০২৫ একটি অনুষ্ঠানে সেইল, আই. এস. পি., পূর্ণ সন্স হোল্ডিং প্রাঃ লিঃ, পি. সি. চন্দ্র জুয়েলারী, এপেক্স প্রাঃ লিঃ, এলিম প্রভৃতি সংস্থার আর্থিক সহায়তায় পশ্চিম বর্ধমান জেলার ২৫টি বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ১০০ ছাত্রছাত্রীর প্রত্যেককে ৩০০০ টাকা, একটি স্কুলব্যাগ, চারটি খাতা ও একটি শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী দিব্যসুখানন্দ, জীতেন্দ্র কুমার, বিজেন্দ্র বীর প্রমুখ এবং ২৫০ জন ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক। নতুন মঠকেন্দ্র স্থাপন ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মধ্যপ্রদেশের রামকৃষ্ণ সেবা সংস্থান, রেওয়া-কে অধিগ্রহণ করে গত জানুয়ারি ২০২৫ একটি নতুন মঠকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Math, Ramakrishnapuram, Vill+P.O. Godahar, Dist. Rewa, Madhya Pradesh 486001, Phone No. 89892 56600, E-mail : rewa@rkmm.org সেবাব্রত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, প্রয়াগরাজ (এলাহাবাদ) :...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
