বৈকালিক ধর্মসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২১ জানুয়ারি ২০২৫ বিশেষ পূজা, হোম, ভজন, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৬৩তম আবির্ভাবতিথি পালিত হয়। সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানে বহু ভক্ত যোগদান করেন। বৈকালিক ধর্মসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। প্রায় ১০,৫০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন আশ্রম, মালদা : গত ২৩ থেকে ২৮ ডিসেম্বর ২০২৪ শতবর্ষ জয়ন্তী (১৯২৪—২০২৪) উৎসবের সমাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ অনুষ্ঠানের শুভসূচনা করেন। প্রায় ১০০ সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং বহু ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মঠ, হালাসুরু (বেঙ্গালুরু) : গত ১ জানুয়ারি ২০২৫ বিশেষ পূজা, ভজন ও জনসভার মাধ্যমে বেঙ্গালুরুতে রামকৃষ্ণ-ভাবান্দোলনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উৎসবের শুভসূচনা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি : এই আশ্রমের রূপকার শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজী মহারাজের ব্যবহৃত কক্ষটি নবরূপে সংস্কার করা হয়েছে। এই কক্ষে তাঁর পূর্ণাবয়ব মূর্তি ও কিছু ছবি রক্ষিত আছে। গত ৯ জানুয়ারি ২০২৫ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই কক্ষের দ্বারোদ্ঘাটন করেন। ঐদিন তিনি আই. টি. আই. কর্মশালারও উদ্বোধন করেন। দেহত্যাগ স্বামী প্রণবানন্দ (চন্দন মহারাজ) গত ৫ ডিসেম্বর ২০২৪ সকাল ৬টা ৪৫ মিনিটে বেলুড় মঠের আরোগ্যভবনে পাকস্থলীর রক্তক্ষরণজনিত কারণে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি উচ্চরক্তচাপ, পারকিনসন্স ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ১৯৫৯ সালে বেলুড় মঠে তিনি যোগদান করেন এবং ১৯৬৭ সালে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে সন্ন্যাসলাভ করেন। তিনি বেলুড় মঠের পাঠাগার, রাঁচি স্যানাটোরিয়াম, রহড়া, অদ্বৈত আশ্রম (কলকাতা), সারগাছি, দেওঘর, নরোত্তমনগর, বাগবাজার মঠ ও কাশীপুর কেন্দ্রে সেবাকাজ করেন। তিনি একসময় পুরী মঠের অধ্যক্ষ ছিলেন। গত ৩৬ বছর তিনি বেলুড় মঠে অবস্থান করছিলেন। স্বামী ব্রহ্মস্থানন্দ (যাদবরাও মহারাজ) গত ৮ ডিসেম্বর ২০২৪...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
