গত ২২ ডিসেম্বর ২০২৪ শ্রীমা সারদাদেবীর ১৭২তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়।
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২২ ডিসেম্বর ২০২৪ শ্রীমা সারদাদেবীর ১৭২তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকালের ধর্মসভায় সভাপতিত্ব করেন স্বামী শুকদেবানন্দ। প্রায় ৩৭,০০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মঠ, আমেদাবাদ : গত ৮ থেকে ১০ ডিসেম্বর ২০২৪ তিনদিনব্যাপী এক অনুষ্ঠানে শহর থেকে ৩০ কিমি দূরে লেখাম্বা গ্রামে এই কেন্দ্রের একটি নতুন ক্যাম্পাসের শুভসূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ৯ ডিসেম্বর শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজের পুণ্য আবির্ভাবতিথিতে তিনি নবনির্মিত প্রার্থনাকক্ষ, সাধুনিবাস ও ভোজনগৃহের দ্বারোদ্ঘাটন করেন। ঐ দিন অনুষ্ঠিত জনসভায় অংশগ্রহণ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি এই উপলক্ষে একটি ভিডিওবার্তা পাঠান। ১২৬ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং বহু ভক্ত এই তিনদিনের অনুষ্ঠানে যোগদান করেন। রামকৃষ্ণ মিশন, শিলিগুড়ি : ১৯৭৮ সালে স্থাপিত শিলিগুড়ি রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিকে অধিগ্রহণ করে গত ডিসেম্বর মাসে এই কেন্দ্রের একটি নতুন ক্যাম্পাস স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Mission, Ramakrishna Sarani, Jyotinagar, 2nd Mile, Sevoke Road, Siliguri, Dist. Jalpaiguri, West Bengal-734001 মূল্যবোধ শিক্ষা ও যুব অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম, বিশাখাপত্তনম : গত ৬ জুলাই থেকে ১০ অগস্ট ২০২৪ এন. সি. সি. ও এন. এস. এস. শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত সারাদিনব্যাপী ৫টি যুবশিবিরে মোট ৮৪৭ জন যুবশিক্ষার্থী অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : গত ১৮ জুলাই ২০২৪ একটি সারাদিনব্যাপী যুবসচেতনতা শিবিরে ১৩০ জন যুবপ্রতিনিধি অংশগ্রহণ করে। ১৬ ও ১৭ অগস্ট রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত দুদিনের একটি কর্মশালায় ৫০০ শিক্ষার্থী যোগদান করে। রামকৃষ্ণ আশ্রম, থিরুবনন্তপুরম : গত ২১ জুলাই ২০২৪ রাজ্যব্যাপী যুবকদের নিয়ে গোষ্ঠী আলোচনায় ১,১০০ জন যুবপ্রতিনিধি অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মঠ, রাজকোট : গত ২৩ জুলাই থেকে ২৩ অগস্ট ২০২৪ আশ্রমে অনুষ্ঠিত ৫টি এবং বাইরের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত ৪টি কার্যক্রমে মোট ৩,৭৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রামকৃষ্ণ...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
