রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ।

উৎসব-অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা : গত ১৭ জুন ২০২৪ স্বামীজীর জীবনের ওপর একটি নতুন 3D চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর : গত ১৩-১৪ জুলাই ২০২৪ স্বামী প্রভানন্দ স্মারক আন্তঃরামকৃষ্ণ মিশন বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা এই আশ্রমে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মিশনের ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিজয়ী হয় রামকৃষ্ণ মিশন বালকাশ্রম, রহড়া। এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় এই বিদ্যালয়েরই খেলোয়াড়রা। শ্রেষ্ঠ গোলর‌ক্ষক নির্বাচিত হয় নরেন্দ্রপুর আশ্রমের খেলোয়াড়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন যথাক্রমে স্বামী আত্মপ্রিয়ানন্দ ও অতীত দিনের খ্যাতনামা ফুটবলার, নরেন্দ্রপুর বিদ্যালয়ের প্রাক্তনী প্রদীপ দত্ত। নতুন শাখাকেন্দ্র স্থাপন গত ২২ জুন ২০২৪ শ্রীরামকৃষ্ণ সেবাকেন্দ্র, আদিপুরকে অধিগ্রহণ করে রামকৃষ্ণ মঠের একটি শাখাকেন্দ্র স্থাপন উপল‌ক্ষে বিশেষ পূজা ও জনসভা অনুষ্ঠিত হয়। কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ২৫জন সাধু ও ব্রহ্মচারী এবং ৪০০ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। কেন্দ্রটির ঠিকানা : Ramakrishna Math, Ward No. 2-A, Behind Divine Life Hospital, Adipur, Dist. Kutch, Gujarat 370205, Ph No. 9664702317, email : adipur@rkmm.org বহির্ভারত রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর, বাংলাদেশ : গত ২৬ জুন ২০২৪ যশোর শাখার নড়াইল উপকেন্দ্রে ‘ভৈরবী যোগেশ্বরী ভবন’-এর (ভবনে রয়েছে অফিস, বুক স্টোর ইত্যাদি) দ্বারোদ্ঘাটন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, ফরিদপুর, বাংলাদেশ : গত ২৭—২৯ জুন ২০২৪ জনসভা, শোভাযাত্রা, যুব ও প্রাক্তন ছাত্রসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে বর্ণাঢ্য শতাব্দী-জয়ন্তী (১৯২১—২০২১) উৎসব উদ্‌যাপিত হয়। স্বামী সুবীরানন্দজী মহারাজ, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ৭৫জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ১৫০০০ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন। আশ্রম-প্রাঙ্গণে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। দেহত্যাগ স্বামী মুক্তসঙ্গানন্দ (সন্তোষ মহারাজ) গত ৫ মে ২০২৪ সকাল ৮টা ১৫ মিনিটে কলকাতার সেবাপ্রতিষ্ঠানে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in