গত ৭ সেপ্টেম্বর ২০২৩ পুণ্য জন্মাষ্টমী তিথিতে একটি চিকিৎসাভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় মঠ : গত ৭ সেপ্টেম্বর ২০২৩ পুণ্য জন্মাষ্টমী তিথিতে একটি চিকিৎসাভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী, অধ্যাপকগণ ও ছাত্রবৃন্দ। রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, কালাডি : গত ১১ সেপ্টেম্বর ২০২৩ স্বামী বিবেকানন্দের একটি ব্রোঞ্জমূর্তির আবরণ উন্মোচন করা হয়।রামকৃষ্ণ মিশন, নরোত্তমনগর : গত ১১ সেপ্টেম্বর ২০২৩ আশ্রমের শতবর্ষ জয়ন্তী উৎসবের অন্তিম পর্ব উদ্‌যাপিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অরুণাচল- প্রদেশের রাজ্যপাল মাননীয় কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক, পূর্ণমন্ত্রী মাননীয় ওয়াংকি লোয়াং ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। রামকৃষ্ণ মঠ, দ‌ক্ষিণেশ্বর : গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে প্রস্তাবিত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ ছাড়াও স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং বিশিষ্ট জনেরা সভায় ভাষণ দেন। প্রায় ১৭৫ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ৮০০ ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, কামারপুকুর : গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ নবনির্মিত ‘চিনু শাঁখারির বাড়ি ও গদাধর বিদ্যামন্দির’-এর দ্বারোদ্ঘাটন করেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজ। এই স্থানে চিনু শাঁখারি বাস করতেন এবং বালক শ্রীরামকৃষ্ণকে পূজা করেছিলেন। এই নতুন ভবনটি তারই স্মারক। সম্মান প্রদান রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ : গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ সমাজের বৃহত্তর কল্যাণের ‌ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রামকৃষ্ণ মিশনকে বাংলা নিউজ চ্যানেল TV 9 Bangla ‘ন‌ক্ষত্র সম্মান’ প্রদান করেছে। পুরস্কারস্বরূপ দেওয়া হয় একটি ট্রফি ও একান্ন হাজার টাকা। পরিদর্শন রামকৃষ্ণ মিশন, লামডাং : গত ৭ ও ৮ জুলাই ২০২৩ অরুণাচলপ্রদেশের রাজ্যপাল মাননীয় কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক এই কেন্দ্র পরিদর্শন করেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় মঠ : গত ২১ ও ২২ জুলাই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in